জাতীয় দলে এইচপি ক্রিকেটারদের দেখতে চান হেলমট

RaiyanEditor
প্রকাশিত হয়েছে - 2017-07-18T21:22:12+06:00
আপডেট হয়েছে - 2017-07-18T21:22:12+06:00
শতভাগ সাফল্য নিয়ে
সফর থেকে দেশে ফিরেছে
ক্রিকেট বোর্ড হাইপারফরম্যান্স (এইচপি) দল। নর্দান টেরিটরি দলকে পাঁচ ওয়ানডে আর একমাত্র তিন দিনের ম্যাচে পরাজিত করেছে তারা।
[caption id="attachment_25080" align="alignnone" width="600"]

হাইপারফরম্যান্স দল[/caption]
অসাধারণ এ সাফল্যে হাইপারফরম্যান্স দলের বেশকিছু ক্রিকেটারদের জাতীয় দলে দেখতে চান হাইপারফরম্যান্স দলের কোচ সাইমন হেলমট।
অস্ট্রেলিয়ান নাগরিক বলেছেন,
'আমাদের অস্ট্রেলিয়া সফরটি অসাধারণ ছিল। আমরা চমৎকার ক্রিকেট খেলেছি। আমি এখন ছেলেদের দুর্বলতা কোথায় আছে সেটা বুঝতে পেরেছি। আশাকরি এখান থেকে বেশ কয়েকজনকে জাতীয় দলে দেখতে পারব।'
প্রায় সব খেলোয়াড়ই নিজের মেধার ব্যবহার করেছেন সদ্য শেষ হওয়া এই সফরে। তবে বিশেষ কিছু খেলোয়াড়ের কথা উল্লেখ করেছেন তাদের গুরু হেলমট।
তিনি বলেন,
'শান্ত, সাইফুদ্দিন, ইরফান এদের কথা বলতেই হবে। এরা শতক হাঁকিয়েছে। এছাড়া তানবীর পাঁচ উইকেট পেয়েছে। বেশ ভালো কিছু পারফরম্যান্স ছিল এ সফরে। জয় পরাজয় আমার কাছে বড় কথা নয়। আমি ভিন্ন কন্ডিশনে খেলোয়ারদের সেরাটা ঢেলে দিতে সাহায্য করি যাতে করে তারা সব ফরম্যাটে ভালো করতে পারে।'
এখনও উন্নতি করার অনেক সুযোগ দেখেন হাই পারফরম্যান্স দলের বস। তিনি বলেন,
'আমার মনে হয় এখনও ফিল্ডিং ও ফিটনেসে তারা উন্নতি করতে পারে। একের পর এক ওভার বল করে যাওয়ার মত শক্তি থাকা উচিৎ বোলারদের। আর ব্যাটসম্যানদেরও মানসিক ও শক্তির দিক দিয়ে আরো উন্নতি করার সুযোগ রয়েছে।'
- রাইয়ান কবির, প্রতিবেদক, বিডিক্রিকটাইম