টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রাপ্তি খুঁজে পাচ্ছেন না মুমিনুল

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-05-03T19:12:27+06:00
আপডেট হয়েছে - 2021-05-03T19:13:48+06:00
বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক মনে করেন, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করেও বাংলাদেশের তেমন কোনো উন্নতি হয়নি। শ্রীলঙ্কার কাছে ক্যান্ডি টেস্ট হেরে পয়েন্ট টেবিলের শেষে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করেছে বাংলাদেশ।

৭টি ম্যাচ খেলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ, হেরেছেই ৬টি ম্যাচে। একমাত্র ড্র শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট। এমন দুঃস্বপ্নের পারফরম্যান্সের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে তেমন কোনো ভালো প্রাপ্তি খুঁজে পাচ্ছেন না অধিনায়ক।
শ্রীলঙ্কা সিরিজ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মুমিনুল বলেন,
'টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা যত ম্যাচ খেলেছি আমার মনে হয় না, আমাদের কোনো উন্নতি হয়েছে। করোনা ভাইরাস পরিস্থিতিতে ১ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট খেলেছি। সেখানে ১০ দিনের মধ্যে কেবল দুটি দিন ডমিনেট করতে পারিনি, সেই দুই দিনে ম্যাচ হেরেছি।'
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।'শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আমরা কিছুটা ভালো খেলেছি। দ্বিতীয় টেস্টে বোলাররা খুবই ভালো বোলিং করেছে, আর ব্যাটসম্যানরা কলাপস করেছে।'
একটি ড্রকে প্রাপ্তি হিসেবে গণ্য না করে মুমিনুল তাই অকপটে স্বীকার করে নিলেন, টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রাপ্তির খাতা অনেকটাই ফাঁকা। তার ভাষায়,
'এই টেস্টের আগের টেস্টে একটু উন্নতি হয়েছে। পয়েন্টের হিসেবে আমরা ২০ পয়েন্ট হয়তো পেলাম কিন্তু আমার মনে হয় না খুব ভালো প্রাপ্তি আছে।'
দ্বিতীয় টেস্টের কারণে স্পিন বোলিং নতুন করে আলোচনায়। বিগত দুই বছরে স্পিনে কতটুকু উন্নতির খোঁজ পেয়েছেন মুমিনুল?
তার জবাব,
'যখন আপনি হারবেন, ভালো খেলবেন না, দলের বিপক্ষে ফল যাবে তখন হয়তো লক্ষ্য করা যায় কোনো একটা জায়গায় ঘাটতি আছে। এখানে দ্বিতীয় টেস্ট দেখেন, প্রথম ইনিংসে উইকেটে কোনো সহায়তা ছিল না। উইকেটে সহায়তা না থাকলে বোলারদের কাজটা হয় খুব কঠিন। তখন স্পিনার হিসেবে আপনি রানের গতিটা বেধে রাখতে পারেন। তখন ইকোনমি হবে আড়াই, খুব বেশি হলে ৩। আমার মনে হয় দুই টেস্টেই ওরা ভালো বোলিং করেছে।'