██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

তরুণদের ঝরে পড়ার কারণ জানালেন সুজন

তরুণদের ঝরে পড়ার কারণ জানালেন সুজন
তাহসিনা জামান

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2020-03-05T14:06:09+06:00

আপডেট হয়েছে - 2020-03-05T16:54:44+06:00

জাতীয় দলে অভিষেকের শুরুতেই কিংবা তারও আগে বয়সভিত্তিক দল বা ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফর্ম দেখিয়ে নামডাক ছড়ানো অনেক তরুণ ক্রিকেটারই হারিয়ে গেছেন কালের স্রোতে। প্রতিভাবান এসব ক্রিকেটারদের হারিয়ে যাওয়ার কারণ নিয়ে বাংলাদেশি স্যাটেলাইট গণমাধ্যম '
একাত্তর টিভি'
র সাথে এক সাক্ষাৎকারে নিজের মত জানিয়েছেন খালেদ মাহমুদ সুজন।
স্থায়ীভাবে দলে জায়গা করে নেয়ার থেকে কিছু ম্যাচ ভালো খেলেই হারিয়ে যাওয়া ক্রিকেটারের সংখ্যা নিছক কম নয় বাংলাদেশে। কিন্তু সেই ক্রিকেটাররা তো নিজেদেরকে প্রমাণ করেই জাতীয় পর্যায় পর্যন্ত এসেছিল, তবুও তাদের এই হুঠহাঠ হারিয়ে যাওয়ার কারণ হিসাবে খুব দ্রুত জাতীয় দলে এসে নামডাক করা ও আর্থিকভাবে বেশি সচ্ছ্বল হয়ে ওঠাকেই দায়ী করলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
সুজনের মতে এর পাশাপাশি খেলোয়াড়রা ব্যবসা- বাণিজ্য ও পর্দায় কাজ করাটাও নেতিবাচক ভূমিকা রাখছে। এসব কাজকর্ম ছেলেদেরকে ক্রিকেট থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে। এছাড়া কিছু খেলোয়াড়ের শৃঙ্খলাজনিত সমস্যা আছে বলেও জানান তিনি। বেশ কড়া ভাষায় সমালোচনা করে তিনি বলেন,
 'আমার মনে হয়, ওদের ব্যক্তিগত জীবন শৃঙ্খলার মধ্যে থাকে না। খেলার বাইরে কিছু (নেতিবাচক) কার্যকলাপে ওদের নাম মিডিয়াতে আসছে। হয়ত অল্প বয়সে আর্থিকভাবে বেশিই পেয়ে যাওয়ায় সেটা আর ধরে রাখতে পারে না।'
সুজন আরও বলেন,
'কেউ শৃঙ্খলার দিক দিয়ে পিছিয়ে গেছে, কেউ হয়ত বা খেলার থেকে ব্যক্তিগত ব্যবসায় বেশি মনোযোগ দিয়েছে। আপনি কাল খেলবেন আর আগে যদি এসব আলাপ করেন এখানে কত টাকা পাবো, শুটিংয়ে কত টাকা দিবে; তাহলে তো আর খেলায় মনোযোগটা থাকল না।'
ক্রিকেট খেলেই যেখানে একজন ক্রিকেটার প্রায় ১ কোটির কাছাকাছি উপার্জন করতে পারে তার আবার খেলার সময়েই ব্যবসার চিন্তা করার কী দরকার সেই প্রশ্নও রেখেছেন সুজন,
'দেখা যায় সবমিলিয়ে একটা ছেলে ৭০ থেকে ৮০ লাখ টাকা আয় করতে পারে কিন্তু তারা যদি আরও ভালো খেলতে পারে আরও বেশি আয় করতে পারবে। তাহলে আপনি কেন ব্যবসার চিন্তা করবেন? দরকার আছে?'
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.