তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে অপু

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2018-08-07T23:06:40+06:00
আপডেট হয়েছে - 2018-08-07T23:49:02+06:00
গত সোমবার ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়
ও উইন্ডিজের মধ্যে। সিরিজের শেষ ম্যাচে উইন্ডিজকে বৃষ্টির আইনে ১৯ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দলের জন্য সুখবর হলেও সেদিন দুঃসংবাদই পেলেন জাতীয় দলের বা-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু।
[caption id="attachment_54054" align="aligncenter" width="794"]
উইকেট শিকারের পর বাংলাদেশ শিবিরের উচ্ছ্বাস।[/caption]
ওই ম্যাচে ইনজুরিতে পড়েন এই স্পিনার। লডারহিলে নিজের করা প্রথম ওভারের তৃতীয় বলে উইন্ডিজ ব্যাটসম্যানের করা শট ঠেকাতে গিয়ে ডাইভ দেন অপু। সেই ডাইভে নন-স্ট্রাইকে থাকা চাদউইক ওয়ালটনের কেডসের স্পাইকে লেগে গুরতর আহত হন অপু। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। ম্যাচ চলাকালীন আঙুলের অবস্থা সুবিধাজনক না থাকায় হাসপাতালে নেওয়া হয় তাকে।
ইনজুরির কারণে ওই ম্যাচে আর মাঠে নামা হয়নি অপুর। তবে দুঃসংবাদ হলো এই ইনজুরির কারণে দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই স্পিনার। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। এক্স-রে রিপোর্ট হাতে পাওয়ার পর তেমন বড় কোন ইনজুরি ধরা পড়েনি অপুর।
‘নাজমুল হোসেন অপুর বাঁহাতে ক্ষত হয়েছে। ব্যাটসম্যানের পায়ের নিচে চাপা পড়ে হাতের উল্টো পিঠে প্রায় চার জায়গায় ক্ষত হয়। এক্সরের মাধ্যমে দেখা গেছে তার হাড়ে কোনো ইনজুরি হয়নি। শুধু মাত্র সফট টিস্যু ইনজুরি। আপাতত স্টিচ করা হয়েছে। ফলে দুই থেকে তিন সপ্তাহের রেস্ট নেয়ার পর আমরা স্টিচ রিমুভ করবো। এরপর বোঝা যাবে কতোটা সময় লাগতে পারে। আপাতত দুই থেকে তিন সপ্তাহের মতো রেস্টে থাকতে হবে।’
তিনি আর যোগ করেন,
‘আপাতত তিন সপ্তাহ সে খেলার বাইরে থাকবে। তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। প্রপার ইনজুরি হিলিংয়ের জন্য বিশ্রামটা খুব দরকার। এরপর কিছুদিন রিহ্যাব করতে হবে। সব মিলিয়ে আগামী তিন সপ্তাহর মধ্যে ওর খেলায় ফিরে আসার কোনেরা সম্ভাবনা নেই।’
উল্লেখ্য, হাসপাতালে নেওয়ার পর হাতে ২৫টি সেলাইয়ের প্রয়োজন হয় অপুর।