██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

পরিবর্তন আসছে জাতীয় দলে?

পরিবর্তন আসছে জাতীয় দলে?
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2017-12-03T22:28:18+06:00

আপডেট হয়েছে - 2017-12-03T22:28:18+06:00

জাতীয় দলের সাবেক প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে বিদায় নেওয়ার পর জাতীয় দল নিয়ে নতুন করে ভাবতেই হচ্ছে নির্বাচকদের। তাদের ভাবার সেই অবকাশ এনে দিয়েছে চলমান
প্রিমিয়ার লিগ এবং জাতীয় ক্রিকেট লিগ। সেই সাথে কোচের কারণে 'প্রভাবিত' খ্যাত নির্বাচক প্যানেল এখন সেই হিসেবে স্বাধীন, যা তাদের দিচ্ছে স্বাধীনভাবে দল বাছাইয়ের সুযোগ।
আর সেই সুযোগ কাজে লাগিয়েই হয়ত, জাতীয় দলের আগামী স্কোয়াডে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পরিবর্তনের আভাস দেন প্রধান নির্বাচক। তিনি জানান, বিপিএলে কয়েকজন বোলারের পারফরমেন্স নজর কেড়েছে নির্বাচক প্যানেলের। সেই সাথে হতাশা প্রকাশ করেছেন ব্যাটসম্যানদের ম্রিয়মাণ পারফরমেন্সে। নান্নু বলেন, 
'কয়েকজন বোলারের পারফর্মেন্স আমাদের নজর কেড়েছে। বিশেষ করে পেসাররা, সেই হিসেবে ব্যাটসম্যানদের পারফর্মেন্স হতাশাজনক।'
 
নান্নুর কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে
রাহীর প্রতি নির্বাচকদের সুদৃষ্টির। বিপিএলে এই মুহূর্তে শীর্ষ পাঁচ বোলারের তালিকায় তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি আছেন জাতীয় দলের বাইরে। এদিকে সাম্প্রতিককালের ঘরোয়া ক্রিকেটের সব ধরণের পারফরমেন্স ঘেঁটে আগামী জাতীয় দলের স্কোয়াড করা হবে বলেও জানিয়েছেন নান্নু। তিনি বলেন,
'বিগত ছয় মাসে এনসিএল, বিপিএলে খেলোয়াড়দের পারফর্মেন্স আমরা ঘেঁটে দেখবো। নজরে থাকবেন অনেকেই। এছাড়াও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলোয়াড়দের পারফরমেন্সও বিবেচনায় থাকবে। শেষ কথা বেস্ট পসিবল দলটাই বানাতে চাই আমরা।'
নতুন কোচ কে হবেন, কবে হবেন কিংবা তিনি কবে আসবেন- সেই বিষয়ে নিশ্চিত হওয়া না গেলেও নতুন কোচের স্বাধীনতা যে খর্ব হচ্ছে না এবারও, সেটি স্পষ্ট নান্নুর কথায়ই। তিনি বলেন,
'নতুন কোচের চাওয়াকে প্রাধান্য দেয়া হবে। এছাড়াও অধিনায়ক কেমন দল চাচ্ছে সেটাও বিবেচনায় থাকবে আমাদের। আসলে আমরা টিম হিসেবে কাজ করি, একার সিদ্ধান্ত এখানে কিছুই না।'
 
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.