প্রত্যাশা এখন হোয়াইটওয়াশ এড়ানো

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-06-06T18:39:17+06:00
আপডেট হয়েছে - 2018-06-06T21:23:49+06:00
ের কাছে টি-২০ সিরিজ খুইয়ে
দল রীতিমতো ধুঁকছে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে ইতোমধ্যে হাতছাড়া হয়েছে সিরিজ। এবার শেষ ম্যাচটি জিততে না পারলে বইতে হবে হোয়াইটওয়াশের গ্লানি।
[caption id="attachment_49501" align="aligncenter" width="960"]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ছবি: আফগানিস্তান ক্রিকেট বোর্ড
[/caption]
অন্য সবার মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও এখন মনেপ্রাণে চাইছেন একটা জিনিস- অন্তত জয় আসুক শেষ ম্যাচে। তাতে সিরিজ জয় না এলেও এড়ানো যাবে তো হোয়াইটওয়াশ!
বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,
‘আমরা মনে করি আফগানিস্তানের সাথে ২-১ ব্যবধানে হারলেও ঠিক আছে। হোয়াইটওয়াশ না হলেই হলো।'
অভিজ্ঞতা, শক্তিমত্তা বা ইতিহাস কিন্তু এগিয়ে রাখছে বাংলাদেশকেই। তবু কেন আফগানদের কাছে সিরিজ হারা 'ঠিক'? জালাল ইউনুসের ভাষ্য,
'দেরাদুন তাদের হোম গ্রাউন্ড। আমরা যেভাবে হেরেছি সেটা মেনে নিতে পারছি না। এটা আমাদের জন্য অশনিসংকেত। আমাদের খুবই সতর্ক হতে হবে। তার মানে আমরা এখনও টি-টোয়েন্টির জন্য প্রস্তুত হইনি। এই ফরম্যাটে আমরা যেখানে ছিলাম সেই অবস্থানেই আছি। উন্নতি করিনি।'
দলের ব্যর্থতায় যে ফুটে উঠছে বিপিএলের দৈন্যতাও, সেটিই ইঙ্গিত দিলেন তিনি,
'যেটা আমরা আশা করেছিলাম যে বিপিএলে যে প্লেয়ারগুলো পারফর্ম করে তারা হয়তো এখানে গিয়ে পারফর্ম করবে কিন্তু তাদের সেই পারফরম্যান্সটা দেখছি না।’
আফগানিস্তান সিরিজে নির্বিষ বাংলাদেশের পেসাররা। স্পিন বান্ধব উইকেট হলেও আফগান পেসাররা ভালো করছেন ঠিকই, করতে পারছেন না বাংলাদেশি পেসাররা। এ নিয়ে জালাল ইউনুসের কণ্ঠে আক্ষেপ,
'আমাদের কিছু তরুণ ফাস্ট বোলার আছে। আবু জায়েদ রাহী, আবু হায়দার রনি... আবুল হাসান রাজুও নাকি শুনেছিলাম সে অনুশীলনে ভালো করছিলো এবং
তাকে কোর্টনি ওয়ালশও বলছিলো সে ভালো করছে। সেজন্যই তাকে মুস্তাফিজের জায়গায় নেয়া হয়েছিলো। দেখা যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে গিয়ে তারা সেই লেভেলে পারফর্ম করতে পারছে না। তাদের কাছে আমরা আরও ভালো পারফরম্যান্স চাচ্ছিলাম।’