প্রথম ইনিংসে বড় সংগ্রহের ইঙ্গিত 'এ' দলের

বিডিক্রিকটাইম ডেস্কEditor
প্রকাশিত হয়েছে - 2019-09-29T18:52:07+06:00
আপডেট হয়েছে - 2019-09-30T22:24:17+06:00
বৃষ্টি বাধায় দু'দিনেই ভেস্তে গিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ 'এ' দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচ। দুই দেশের বোর্ডের আলোচনায় সিদ্ধান্ত হয় নতুন সূচিতে পুরো সিরিজ আয়োজনের। এখানেও বিধি বাম। চারদিনের ম্যাচ কমে আসে তিনদিনে। অবশেষে আজ মাঠে গড়াল বল। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপে পুড়লেন জহুরুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। তবুও দিনটা নিজেদের করে নিল সফরকারীরা।

বহুল প্রতীক্ষার পর শুরু হওয়া দু'দলের মধ্যকার প্রথম চারদিনের ম্যাচে টস জিতেন
। সিদ্ধান্ত নেন স্বাগতিকদের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ের। অধিনায়কের সিদ্ধান্তের পর প্রথম ইনিংসে ৬ উইকেটে ২৭০ রান তুলে দিনের খেলা শেষ করে সফরকারীরা।





সেঞ্চুরির সুযোগ পেয়েও অল্পের জন্য হাতছাড়া করেন জহুরুল ও মিঠুন। ইনিংসের উদ্বোধন করতে নামা জহুরুল ৯০ রান করে আউট হন। আর মিঠুন রান-আউট কাটা পড়েন ব্যক্তিগত ৯২ রানে।
সফরকারীদের পক্ষে অর্ধশতকের দেখা পেয়েছেন সাদমান ইসলামও। জহুরুলের সাথে ইনিংসের গোড়াপত্তন করতে আসা এ ব্যাটসম্যান করেন ৫৩ রান। উদ্বোধনী জুটিতে দলকে শুভ সূচনা এনে দেওয়ার পর আশান প্রিয়াঞ্জনের বলে স্টাম্পড হন তিনি।





লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ভালো করতে পারেননি
(৪), মুমিনুল হক (১১), নুরুল হাসান সোহান (১)। তাদের ব্যর্থতার পর দিনের শেষ অংশটা সামাল দেন সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজ। দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য ৮ ও মিরাজ ৭ রান নিয়ে আগামীকাল শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।
সংক্ষিপ্ত স্কোর-
প্রথম দিন শেষে,
বাংলাদেশ 'এ' দল (১ম ইনিংস): ৮৫ ওভারে ২৭০/৬
জহুরুল ৯০, সাদমান ৫৩, শান্ত ৪, মুমিনুল ১১, মিঠুন ৯২, সৌম্য ৮*, সোহান ১, মিরাজ ৭*; মেন্ডিস ১৬-৩-৪৩-২।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।