ফেসবুকের সাথে নতুন চুক্তি আইসিসির

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2019-09-26T17:48:23+06:00
আপডেট হয়েছে - 2019-09-26T17:48:23+06:00
বিশ্বব্যাপী ক্রিকেট সম্প্রসারণের ক্ষেত্রে বেশ বড় ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এই প্লাটফর্মকে কাজে লাগিয়েই ক্রিকেটকে আরো বেশি ছড়িয়ে দিতে চায় আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তারই দরুন ফেসবুকের সাথে নতুন এক চুক্তি করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

বর্তমান সময়ে বিনোদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই উৎস খেলাধুলা আর সামাজিক যোগাযোগ মাধ্যম। এই দুইয়ে মিলে একীভূত হয়েছে বেশ আগেই। উপমহাদেশে লা লিগার স্বত্ত্ব কিনেছিল ফেসবুক।
ীয় ক্রিকেটের সম্প্রচারের জন্যও আগ্রহী হয়েছিল তারা। তবে সেই লক্ষ্যে সফল না হলেও, আইসিসির হাত ধরে মার্ক জুকারবার্গের ফেসবুক ক্রিকেট দুনিয়ায় প্রবেশ ঘটিয়ে ফেলল।





আরো বেশি সমর্থক টানতে এবার ফেসবুককে হাতিয়ার করল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার ডিজিটাল পার্টনার হয়েছে ফেসবুক। আজ (বৃহস্পতিবার) এক চুক্তিতে ফেসবুকের সঙ্গে হাত মেলাল আইসিসি। যার ফলে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির ইভেন্টে বিভিন্ন ম্যাচের হাইলাইটস, টক শো দেখানোর পাশাপাশি ক্রিকেট নিয়ে বিভিন্ন শো করার অনুমতি পেল ফেসবুক।
২০২৩ সাল পর্যন্ত আইসিসির একাধিক ইভেন্ট রয়েছে। ২০২০ সালে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ, ২০২০ সালে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপ, ২০২১ সালে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের সম্প্রচারের স্বত্ত্ব পেল জুকারবার্গের ফেসবুক।





এই প্রসঙ্গে আইসিসির পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘নিলাম প্রক্রিয়া চলাকালীন একাধিক ডিজিটাল প্লাটফর্ম আইসিসির সঙ্গে চুক্তিতে আসতে প্রস্তুত ছিল। তবে এর মধ্যে থেকে ফেসবুককেই বেছে নেওয়া হয়েছে। এই চুক্তির মাধ্যমে ফেসবুক এখন থেকে আইসিসির ডিজিটাল পার্টনার।’
আইসিসির প্রধান কার্যনির্বাহী মানু সাহানী বলেছেন, ‘বেশ কয়েক বছরের চুক্তিতে ক্রিকেট পরিবারের সঙ্গে আবদ্ধ হচ্ছে ফেসবুক। ক্রীড়াদুনিয়ার অন্যতম সফল খেলার সঙ্গে সোশ্যাল মিডিয়ার সর্ববৃহৎ প্লাটফর্মের মেলবন্ধন ক্রিকেটের পক্ষে ভালই হবে।’