বাংলাদেশকে ‘ধন্যবাদ’ রুশোর, আতিথেয়তায় মুগ্ধ নেওয়াজ

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2020-01-20T11:06:27+06:00
আপডেট হয়েছে - 2020-01-20T11:06:27+06:00
১১ ডিসেম্বর শুরু হয়ে গত ১৭ জানুয়ারি পর্দা নেমেছে বঙ্গবন্ধু বিপিএলের। ফাইনালে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে প্রথমবারের মত শিরোপার স্বাদ পেয়েছে রাজশাহী রয়্যালস। বিপিএল শেষে বিদেশি ক্রিকেটাররা ধরেছেন বাড়ির পথ। তার আগে এবারের বিপিএল নিয়ে অনুভূতির কথা জানিয়েছেন তারা।

গত আসরের মত এবারের বিপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান রাইলি রুশো। তবে নাম তুলতে পারেননি চ্যাম্পিয়ন দলে। এবার রাজশাহী রয়্যালসের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় রুশোর খুলনার। ফাইনালে উঠে জিততে না পারার আক্ষেপ নিয়ে
ছাড়লেও এদেশের সমর্থনকে ভুলতে পারছেন না রুশো।





সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে করা একটি টুইট বার্তার মাধ্যমে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে রুশো লিখেছেন, ‘
বিপিএলে সব রকম সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। দুর্ভাগ্যজনকভাবে আমরা টাইগাররা জিততে পারিনি তবে দুর্দান্ত কিছু প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে খেলতে পারাটা অসাধারণ ব্যাপার ছিল। আবারও মুখোমুখি হওয়ার আগ পর্যন্ত রাজশাহী রয়্যালসকে অভিনন্দন।’
ি ক্রিকেটার মোহাম্মদ নাওয়াজ। ফাইনালে অলরাউন্ড পারফর্ম করে জিতিয়েছেন দলকে। ট্রফি হাতে নিজের ছবি শেয়ার করে নিজ দল রাজশাহী রয়্যালসের আতিথেয়তার প্রশংসা করেন তিনি।





যেখানে মোহাম্মদ নাওয়াজ লিখেছেন,
‘বাংলাদেশে কাটানো সময়টা আমি বেশ উপভোগ করেছি এবং প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জিততে পারায় বেশ ভালো লাগছে। আমি রাজশাহী রয়্যালসকে তাদের অবিশ্বাস্য সমর্থন এবং আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাতে চাই।’
‘কানাডার পর এবার বিপিএল। টানা দুই শিরোপা জিততে পারাটা অসাধারণ ব্যাপার। রাজশাহী রয়্যালসের অংশ হতে পারা দুর্দান্ত অভিজ্ঞতা ছিল এবং বাংলাদেশের দর্শকেরাও অসাধারণ ছিলেন। এবার পাকিস্তানের মাটিতে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ খেলার জন্য মুখিয়ে আছি।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।