বাংলাদেশে কাজ করে ‘শিখেছেন’ ওয়ালশ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-08-02T15:37:38+06:00
আপডেট হয়েছে - 2019-08-02T16:54:48+06:00
২০১৬ সালে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব পান কোর্টনি ওয়ালশ। সাবেক এই ক্যারিবীয় বোলিং কিংবদন্তী সর্বশেষ বিশ্বকাপের মাধ্যমে টাইগারদের কোচিং স্টাফ থেকে বিদায় নিয়েছেন।

বিশ্বকাপ পর্যন্ত ছিল ওয়ালশের সাথে বিসিবির চুক্তি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিসিবি বা ওয়ালশ কেউই তার মেয়াদ বৃদ্ধি করতে চাননি। বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে ওয়ালশ এখন নিজ দল
ের কোচ হতে আগ্রহী।





সেই সাথে ওয়ালশ স্বীকার করেছেন- বাংলাদেশের ক্রিকেটে কাজ করে তিনি শিখেছেন যোগাযোগ কতটা গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করানোর ধাঁচটাই বা কেমন।
ওয়ালশ বলেন,
‘বাংলাদেশের সাথে কাজ করে আমি আন্তর্জাতিক ক্রিকেটের কোচিং সম্পর্কে অনেক শিখেছি। এ সময় বুঝতে পেরেছি- যে বিষয়টিকে আমরা প্রায়শই অবমূল্যায়ন করে থাকি তা হল যোগাযোগের ব্যাপারটা।’
ওয়ালশ বুঝিয়েছেন খেলোয়াড়দের সাথে কোচের যোগাযোগের বিষয়টিই। বাংলাদেশে কাজ করার সময় শোনা গিয়েছিল- টাইগার পেসাররা নাকি ওয়ালশের বার্তাই বুঝে উঠতে পারেন না। তাই নিজ দেশে কাজ করলে নিজ সংস্কৃতি ও ভাষার ক্রিকেটারদের সাথে যোগাযোগ রক্ষা করা সহজ বলে মনে করেন কোচ।





সেই তাড়না থেকেই হয়ত তিনি ওয়েস্ট ইন্ডিজের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন, যা খুব দ্রুততম সময়ের মধ্যে বাস্তব হওয়ার সম্ভাবনাও বেশি।
ওয়ালশ বলেন,
‘ভালো যোগাযোগ রক্ষা করা এমন একটি ব্যাপার যা মাঠে ভূমিকা রাখে এবং এই ব্যাপারটা নিতে কাজ করা উচিৎ বলে মনে করি।’
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।