বাংলাদেশ লিজেন্ডসে আফতাবের বদলি নাজিমউদ্দিন

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-03-01T17:52:50+06:00
আপডেট হয়েছে - 2021-03-01T18:36:50+06:00
রোড সেফটি ওয়ার্ল্ড ক্রিকেট সিরিজ শুরুর প্রাক্বালে একটি পরিবর্তন এল বাংলাদেশ লিজেন্ডস দলে। করোনায় আক্রান্ত আফতাব আহমেদের বদলে দলে সুযোগ পেয়েছেন নাজিমউদ্দিন।

এর আগে ঘোষিত স্কোয়াডে ছিলেন আফতাব। তবে গত ২৫ ফেব্রুয়ারি তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে নাজিমউদ্দিনকে। দল উড়াল দিলেও সাবেক এই ব্যাটসম্যান এখনো দেশে অবস্থান করছেন। নাজিমউদ্দিন মঙ্গলবার (২ মার্চ)
ে দলের সাথে যোগ দেবেন।
টুর্নামেন্টে নাজিমউদ্দিন ছাড়াও বাংলাদেশ দলের হয়ে খেলবেন সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, খালেদ মাহমুদ সুজন, রাজিন সালেহ, মেহরাব হোসেন অপি, নাফিস ইকবাল, হান্নান সরকার, আব্দুর রাজ্জাক, মুশফিকুর রহমান, মোহাম্মদ শরিফ ও আলমগীর কবির।
এছাড়া টুর্নামেন্টে প্রতিটি দলে ভিন্ন স্পোর্টস ডিসিপ্লিন থেকে অংশ নিতে পারবেন একজন করে খেলোয়াড়। বাংলাদেশ থেকে অংশ নেবেন সাবেক হকি খেলোয়াড় মামুনুর রশিদ, যিনি ইতোমধ্যে দলের সাথে ভারতে উড়াল দিয়েছেন।
আগামী ৫ মার্চ ভারত লিজেন্ডসের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ডসের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে সাবেকদের এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। গত বছর শুরু হয়েছিল এ টুর্নামেন্টের প্রথম আসর। কিন্তু চার ম্যাচ আয়োজন করার পর মহামারী করোনার কারণে বন্ধ হয়ে যায় ক্রিকেট। সেই আসরের বাকি ম্যাচগুলো রায়পুরের ৬৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার শহীদ বীর নারায়ন সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এবার নতুন দল হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ লিজেন্ডস এবং
লিজেন্ডস।