বাকি সব ম্যাচ জিতলে সুযোগ দেখছে সিলেট

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-01-24T09:31:46+06:00
আপডেট হয়েছে - 2019-01-24T09:31:46+06:00
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে ৮টি ম্যাচ খেলে সিলেট সিক্সার্স জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে। গত আসরের মত এবারও দলটির মাঠের পারফরম্যান্স মুখ থুবড়ে পড়েছে।

বুধবার (২৪ জানুয়ারি) সোহেল তানভীরের নেতৃত্বাধীন দলটি হেরেছে খুলনা টাইটান্সের কাছেও, যারা নিজেরাও এতদিন একটি জয়ের জন্য মরিয়া ছিল। এই ম্যাচের ফলাফলে খুলনার ঘটেছে এক অবস্থান উত্থান আর সিলেট চলে গেছে পয়েন্ট টেবিলের তলানিতে।
তবে এমন অবস্থায়ও শেষ চারের আশা ছাড়ছে না সিলেট অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি। সিলেট সিক্সার্সের বিশ্বাস, লিগ পর্বে যে চারটি ম্যাচ বাকি আছে তার সবকটি জিততে পারলে শেষ চারের দরজা খুলে গেলেও যেতে পারে!
খুলনার কাছে ২১ রানে হেরে যাওয়া ম্যাচ শেষে আনুষ্ঠানিক আলাপচারিতায় দলের নবনিযুক্ত অধিনায়ক
ি ক্রিকেটার সোহেল তানভীর বলেন,
‘
আগামী ম্যাচ থেকে বাকি সবগুলো ম্যাচ যদি আমরা জিততে পারি, তাহলে আমাদের পয়েন্ট হবে ১২ এবং শেষ চারে ওঠার জন্য আমরা হয়ত একটি সুযোগ পাবো
।’
তবে সিলেটের সেই সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। পয়েন্ট টেবিলের তলানির দল কীভাবে টক্কর দেবে উপরের দলগুলোকে! সিলেটের এমন দুর্দশার পেছনে বাজে পারফরম্যান্সের প্রভাব বা দায় নেই বলে মনে করেন অধিনায়ক তানভীর। তিনি মনে করেন, দলের পারফরম্যান্স ভালোই হচ্ছে। শুধু তিন বিভাগের সঠিক সমন্বয় হচ্ছে না বলেই ধরা দিচ্ছে না জয় কিংবা সার্বিক সাফল্য।
সোহেল বলেন,
‘
শেষ ১০ ওভারে আমরা যেভাবে বল করেছি তা দারুণ ছিল। পিচ ভালো ছিল, তাই তাদের সংগ্রহটা খুব বেশি বড় ছিল না
।’
সিলেট সিক্সার্সের দলপতি আরও বলেন,
‘
আমরা ভালো ক্রিকেটই খেলছি কিন্তু সবকিছুর সুন্দর সমন্বয় ঘটাতে পারছি না। ম্যাচ জিততে হলে আপনাকে তিনটি বিভাগেই (ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং) ভালো করতে হবে যা আমাদের হচ্ছে না
।’