সিলেট পর্বের ম্যাচগুলো নিয়ে শঙ্কা!

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2020-01-03T12:10:13+06:00
আপডেট হয়েছে - 2020-01-03T12:15:30+06:00
বঙ্গবন্ধু বিপিএল এখন চায়ের শহর খ্যাত সিলেটে। চা বাগানের কোলে অবস্থিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাই ক্রিকেট উৎসব। তবে চা ছাড়াও আরেকটি কারণে সিলেটের খ্যাতি আছে। সেটি বৃষ্টি।

সেই বৃষ্টি এবার সিলেটের ক্রিকেট উৎসব থমকে যাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। পৌষের বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলেই হচ্ছে বৃষ্টিপাত। যথারীতি সিলেটেও।




আর এই বৃষ্টিপাতের কারণে
প্রিমিয়ার লিগের সিলেট পর্বের বাকি ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সিলেট পর্বে তিন দিনে এবার মোট ৬টি ম্যাচ ছিল সূচিতে। রোমাঞ্চ জাগিয়ে প্রথম দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঠিকঠাক। এরপরই শুরু হয় বৃষ্টি।
বৃষ্টির কারণে শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালসসহ প্রায় সবগুলো দলের পূর্বনির্ধারিত অনুশীলন বাতিল করা হয়েছে। আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়- চট্টগ্রামসহ ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হবে।





আবহাওয়ার সূত্র আরও জানিয়েছে, শুক্রবার সারাদিনই সিলেটে থেমে থেমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি সিলেট পর্বের শেষ দিন শনিবারও (৪ জানুয়ারি) একই পরিস্থিতি বিরাজ করবে।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্স এবং দ্বিতীয় ম্যাচে স্বাগতিক সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্সের মাঠে নামার কথা। বৈরি আবহাওয়া বাধা না দিলে শনিবারের ম্যাচ দুটিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স এবং সিলেট থান্ডার ও রাজশাহী রয়্যালস মাঠে নামবে। রিজার্ভ ডে না থাকায় বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগিতে বড় প্রভাব পড়তে পারে পয়েন্ট টেবিলেও।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।