██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

বিশ্বকাপে ভালো করার সেরা সুযোগ এবার!

বিশ্বকাপে ভালো করার সেরা সুযোগ এবার!
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2018-05-01T19:49:14+06:00

আপডেট হয়েছে - 2018-05-02T01:17:35+06:00

২০১৯ সালে, অর্থাৎ আগামী বছর
ে বসবে আইসিসি বিশ্বকাপের পরবর্তী আসর। এবারের বিশ্বকাপে ফিরে আসছে বহু পুরনো ফরম্যাট, প্রতিটি দল মুখোমুখি হবে একে অপরের।
দলে এই বিশ্বকাপে যারা অংশ নেবেন, তাদের বেশিরভাগই আছেন ক্যারিয়ারের মধ্যগগণে। কেউ কেউ আছেন ক্যারিয়ারের সেরা সময়টাতেও। আর এই কারণে বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান
মনে করছেন, বিগত কয়েক বিশ্বকাপের তুলনায় এবার ভালো করার সবচেয়ে মোক্ষম সুযোগ পাচ্ছে বাংলাদেশ।
সেজন্য অবশ্য জুনিয়র-সিনিয়র সবার অবদান চান মুশফিক। সবার ভালো পারফরমেন্সে বাংলাদেশের বিশ্বকাপ মিশন হতে পারে অতীতের চেয়েও সফল। এমনটি উল্লেখ করে মুশফিক বলেন-
'এই বিশ্বকাপে আমাদের তেমন একটা দল যেতে পারে যা কিনা গত তিন-চার বিশ্বকাপ থেকে ভালো করার এই একটা সুযোগ। আমি মনে করি আমরা যারা চার-পাঁচজন সিনিয়র আছে, এবং জুনিয়রাও মিলে যদি খেলতে পারি তাহলে ভালো কিছু করার সুযোগ আছে।’
তবে বিশ্বকাপ নিয়ে মানসিকভাবে কোনো তাড়াহুড়া কাজ করছে না মুশফিকের মধ্যে। বরং যে এক বছর বাকি আছে এখনও, একে তিনি দেখছেন লম্বা ও দীর্ঘ ক্ষণ হিসেবে। এই এক বছরে অনেককিছুই পাল্টে যেতে পারে। আছে ক্রিকেটারদের ইনজুরির ভয়ও। মুশফিক বলেন,
‘এখনো এক বছরের মতো বাকি আছে, দীর্ঘ সময়। কে কী হবে না হবে বলা কঠিন। অবশ্যই চেষ্টা থাকবে বিশ্বকাপটা খেলার।'
এবারের বিশ্বকাপে গ্রুপ-ভিত্তিক কোনো খেলা হবে না। অংশগ্রহণকারী দশটি দল একে অপরের বিপক্ষে খেলবে একটি করে ম্যাচ। এতে নিজেদের ভালো সুযোগ দেখছেন মুশফিক,
'সবার সঙ্গে সবার খেলা হবে। ওইরকম সুযোগ আমাদের দরকার ছিল। চ্যাম্পিয়নস ট্রফিতে আমাদের ভালো একটা স্মৃতি আছে ইংল্যান্ডে। আশা থাকবে, সবার প্রত্যাশাও থাকবে বাংলাদেশ দল আগে যা করেছে তার চেয়ে ভালো করবে। সেই সামর্থ্য আছে আমাদের।'
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.