বিশ্বকাপ নিয়ে তামিমের সিদ্ধান্তে পূর্ণ সমর্থন কায়েসের

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2021-09-27T12:43:26+06:00
আপডেট হয়েছে - 2021-09-27T13:16:00+06:00
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিচ্ছেন তারই এক সময়ের ২২ গজের সঙ্গী ইমরুল কায়েস। তার মতে তামিম সঠিক সিদ্ধান্ত-ই নিয়েছেন।
[caption id="attachment_173209" align="aligncenter" width="640"]

তামিমের সিদ্ধান্তে কোন ভুল দেখছেন না কায়েস। ছবি : এএফপি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন
। তবে বিশ্বকাপের মতো টুর্নামেন্টে তাঁকে ছাড়া দল কল্পনা করাও কঠিন। তবে সেই বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন
দলের এই অভিজ্ঞ ওপেনার! বিষয়টা আশ্চর্যজনক হলেও, এমন কঠিন সিদ্ধান্ত নিতে বেশি সময় নেননি তিনি।
তামিমের এমন সিদ্ধান্তকে ভালো চোখেই দেখছেন
। দলের সঙ্গে না থাকাতে মূল কারণ না জানলেও কায়েস মনে করছেন সিনিয়র ক্রিকেটার হিসেবে উপযুক্ত সিদ্ধান্ত-ই নিয়েছেন বাংলাদেশ দলের এই ওয়ানডে অধিনায়ক।
বিডিক্রিকটাইমকে
দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“প্রথমত আমি যেটা বলবো যেহেতু আমি দলে নাই তাই ওদের সাথে এখন অতোটা ক্লোজ নই তাই আমি আসলে বলতে পারব না কেন সিদ্ধান্তটা নিয়েছে। কিন্তু তামিম যে যুক্তিগুলো দেখিয়েছে সেগুলো যুক্তিসম্মত। কারণ সে অনেকদিন ক্রিকেটের সঙ্গে নেই (টি-টোয়েন্টিতে)। ও মনে করেছে যে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় হুট করে এসে... আসলে টি-টোয়েন্টিতে এটা কঠিন ব্যাপার, ওয়ানডে হলে একটু সময় পাওয়া যায়।”
“ও দেখেছে যে যারা নতুন খেলছে.. আমি যদি আসি তাহলে তাদের প্রতি সুবিচার করা হবে না। আমি আর্টিকেলটা পড়েছি। আমার কাছে মনে হয়েছে ওর জায়গা থেকে শতভাগ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে।”
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।