██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপে এফএসআইবিএল ও ইউসিবির জয়

ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপে এফএসআইবিএল ও ইউসিবির জয়

প্রকাশিত হয়েছে - 2020-02-15T19:39:59+06:00

আপডেট হয়েছে - 2020-02-15T19:39:59+06:00

প্রথমবারের মত শুরু হয়েছে বসুন্ধরা গ্রুপ প্রেজেন্ট ব্যাংকার্স চ্যাম্পিয়নশিপ ট্রফি ২০২০, পাওয়ার্ড বাই সাইফ পাওয়াটেক গ্রুপ। এইস এর উদ্যোগে মাঠে গড়ানো এই টুর্নামেন্টের চতুর্থ দিনে আজ (শনিবার) জয় পেয়েছে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল) এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি)।
মিরপুরের সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে ইসলামী ব্যাংককে ১৮ রানে হারিয়েছে এফএসআইবিএল। ম্যাচে টস জিতে প্রতিপক্ষকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ইসলামী ব্যাংকের অধিনায়ক রাশিদ। পরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন এফএসআইবিএলের দুই ওপেনার বিপন আর অমিতাব। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১০১ রান।
অভিতাব ৪৮ রান করে আউট হলে শেষদিকে আমজাতকে সাথে নিয়ে হাত খুলে খেলতে থাকেন বিপদ। শেষপর্যন্ত নিজে অপরাজিত থাকেন ৯৪ রানে। কম যাননি আমজাতও, ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে মাত্র ২১ বলে ৪১ রান করেন তিনি। ফলে নির্ধারিত ওভার শেষে ২০৭ রানের সংগ্রহ পায় এফএসআইবিএল। ২০৮ রানের পাহাড় টপকাতে নেমে জবাবটা বেশ ভালোই দিচ্ছিলো ইসলামী ব্যাংক। তবে আনিসুল নিজের ফিফটি তুলে সমান ৫০ এবং তারেক ৪৯ রানে আউট হয়ে হলে পরের ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়। ফলে ২০ ওভার শেষে ১৮৯ রানে থামে ইসলামী ব্যাংকের ইনিংস। এতে ১৮ রানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে এফএসআইবিএল।   দিনের অপর ম্যাচে দুপুর ১.১৫ মিনিটে মুখোমুখি হয় দুই দল হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি) ও ইউসিবি। যেখানে এইচএসবিসিকে সমান ১৮ রানে হারিয়েছে ইউসিবি। ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ইউসিবি। এহসানুলের সাথে ইনিংস শুরু করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেননি রাকিব, আলিমের বলে আউট হয়েছেন ১৪ রান করে। এরপর দলের হাল ধরেন তাসনিম আর এহসানুল। দ্বিতীয় উইকেটে গড়েন ৭৮ রানের পার্টনারশিপ। এহসানুল ৪৩ রান করে আউট হলেও অর্ধশতকের দেখা পান তাসনিম। তবে শেষপর্যন্ত ১০ রানের আক্ষেপ থেকে যায় তার। শেষদিকে তাহসিনের ৯০ এবং রায়হানের ১৫ রানের উপর ভর করে স্কোর বোর্ডে ১৭২ রান জমা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইউসিবির বোলারদের বোলিং তোপে শুরু থেকেই খুব একটা সুবিধা করতে পারেনি এইচএসবিসি। মূলত বাঁহাতি স্পিনার রিমনের স্পিন বিষে নীল হতে হয়েছে তাদের। যেখানে নিজের ৪ ওভারের কোটা শেষে রিমন একাই ৫ উইকেট তুলে নেন। ম্যাচে অনন্তর ৩৩ রানের সাথে মাহিমের ২৫ এবং মুস্তাফিজুরের ২৬ রানের সৌজন্যে এইচএসবিসির হারের ব্যবধানটাই কমেছে শুধু। নির্ধারিত ওভার শেষে এইচএসবিসির ইনিংস থামে ১৫৪ রানে। ফলে ১৮ রানে জয় পায় ইউসিবি।
ম্যাচ ১
এফএসআইবিএল:
২০৭/৩ (২০ ওভার) বিপন ৯৪*, অমিতাভলব ৪৮, আজমত ৪১; সাজ্জাদ ১/৩৮, রাশিদ ১/৩৮।
ইসলামী ব্যাংক:
১৮৯/৯ (২০ ওভার) আনিসুর ৫০, তারেক ৪৯, বাবর ১৯; জিয়া ৩/৩৩।
ম্যাচ ২
ইউসিবি:
১৭২/৪ (২০ ওভার) তাসনিম ৯০, এহসানুল ৪৩; সাব্বির ২/১৬।
এইচএসবিসি:
১৫৪/৯ (২০ ওভার) অনন্ত ৩৩, মুস্তাফিজুর ২৬, মাহিম ২৫; রিমন ৫/২১, নাসিম ২/২২।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করে নিন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.