"ব্যাট হাতে নেমে চিন্তা করি, আমি একজন ব্যাটসম্যান"

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-09-02T15:47:10+06:00
আপডেট হয়েছে - 2019-09-02T18:11:33+06:00
তরুণ তুর্কি নাইম হাসান বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) হয়ে দারুণ ফর্ম নিয়ে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন। মূলত স্পিনার হিসাবে অভিষেক হলেও প্রথম ম্যাচেই দেখিয়েছিলেন ব্যাটিং পারদর্শীতা। ব্যাট, বল উভয় বিভাগেই দলে অবদান রাখতে প্রতিজ্ঞাবদ্ধ এই তরুণ।

ইমার্জিং দলের বিপক্ষে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৭ উইকেট শিকার করে প্রতিপক্ষকে একাই ধসিয়ে দিয়েছেন নাইম। ব্যাট হাতেও পেয়েছেন রানের দেখা। ভালো খেলতে আত্মবিশ্বাস থাকে। পরের ম্যাচে ভালো করতে সেটা আরও উদ্বুদ্ধ করে। কিন্তু তাই বলে অতি আত্মবিশ্বাসী হন না নাইম।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।




আগে যতই ভালো খেলা হোক, প্রতিদিনই যে নতুন করে শুরু করতে হয় সেই বাস্তবতা মেনে নাইম বলেন,
'সবসময় তো যখন ভালো বোলিং করি, রান করি তখন আত্মবিশ্বাস থাকে। কিন্তু প্রত্যেক দিনই নতুন করে শুরু করতে হয়। আগের ভালো পারফর্মটা আত্মবিশ্বাস যোগায়। তবে এই নয় যে, আমি অতি আত্মবিশ্বাসী হয়ে যায়।'
এই ডানহাতি স্পিনার ব্যাট হাতেও বারবার ঝলক দেখিয়ে আসছেন। ব্যাটিং নিয়ে তার বিশেষ পরিকল্পনা আছে কিনা সে প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দেন নাইম। পেশাদারিত্ব বজায় রেখে এই তরুণ তুর্কি বলেন, যখন ব্যাট হাতে মাঠে নামেন, নিজেকে একজন ব্যাটসম্যান হিসাবেই পরিচিতি দিতে চান।





নাইমের ভাষায়,
'সবসময় চিন্তা করি, আমি সাধারণত যেভাবে খেলি সেভাবে চালিয়ে যাওয়ার। ওভাবেই নিজের শতভাগ দেওয়ার। বোলিং কিংবা ব্যাটিং কোনোটাতে ছাড় দেয়া যাবে না। আমি যখনই ব্যাট হাতে মাঠে নামি তখন চিন্তা করি, আমি একজন ব্যাটসম্যান।'
প্রসঙ্গত, বাংলাদেশ ও
ের মধ্যকার একমাত্র টেস্ট (৫ সেপ্টেম্বর) খেলতে নাইম এখন দলের সাথে চট্টগ্রামে আছেন। চট্টগ্রামের ছেলে নাইমের অভিষেক হয়েছিল এই মাঠেই, আবারো খেলতে যাচ্ছেন ঘরের মাঠে। একটু বাড়তি আত্মবিশ্বাস তো তার থাকবেই!
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।