ভারতের বিপক্ষে সেরাটা ঢেলে দেওয়ার অপেক্ষায় বাংলাদেশ

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-06-25T01:50:33+06:00
আপডেট হয়েছে - 2019-06-25T19:21:42+06:00

আফগানিস্তানকে একাই উড়িয়ে দেওয়ার পর
সংবাদ সম্মেলনে জানান ভারতকে হারানোটা কঠিন হবে। তবে নিজেদের সেরাটা ঢেলে দিতে বাংলাদেশ মুখিয়ে আছে বলে জানান তিনি। জয়ের সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন সাকিব।





সাকিব বলেন,
"ভারত শীর্ষ দলের একটি, শিরোপার দিকে তাকাচ্ছে। ম্যাচটি মোটেও সহজ হবে না। তবে আমরা সেরাটা ঢেলে দেব। অভিজ্ঞতা অবশ্যই সাহায্য করবে। কিন্তু এটাই সবকিছু নয়। ভারতকে হারাতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে। আমাদের জয়ের সামর্থ্য আছে। তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে যারা একাই ম্যাচটা নিয়ন্ত্রণে রাখতে পারে। আমি মনে করি আমরা জয়ের সামর্থ্য রাখি।"
সাকিব আল হাসান মনে করেন সেমিফাইনালের সমীকরণ কঠিন। বাংলাদেশের হাতে দুইটি ম্যাচ রয়েছে।
ও
ের মুখোমুখি হবে টাইগাররা। সেই দুইটি ম্যাচে ভালো করার দিকে নজর সাকিবের।





সাকিব আল হাসান বলেন,
"ইংল্যান্ডের তিনটি ম্যাচ আছে, তাদের দুটি জিততে হবে। আমাদের দুইটি ম্যাচের দুইটিতে জিততেই হবে।। হিসেব করলে সেমিফাইনাল কঠিন। তবে বলা হয়ে থাকে ক্রিকেটে যেকোনো কিছু ঘটতে পারে। আমাদের বিশ্বাস আছে যে আমরা পরের দুই ম্যাচে ভালো করতে পারব। এখন আমাদের শুধু এটাই করার আছে। আমাদের অন্য ম্যাচের ফলাফলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে। তবে প্রথম কথা হল দুটি গুরুত্বপূর্ণ ম্যাচেই আমাদের পক্ষে ফলাফল আনতে হবে।"
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন।
এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক খবর সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন
ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে
। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।