মালিঙ্গাকে পেছনে ফেলে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি ব্রাভো

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2022-04-01T13:19:19+06:00
আপডেট হয়েছে - 2022-04-01T13:19:19+06:00
এতদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন লাসিথ মালিঙ্গা। খেলোয়াড়ি জীবনকে বিদায় জানিয়ে সেই মালিঙ্গা এখন কোচের আসনে। সেই সুযোগে মালিঙ্গাকে ছাড়িয়ে গেছেন ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো।
[caption id="attachment_196590" align="aligncenter" width="926"]

উইকেট শিকারের দিক থেকে ব্রাভোই এখন আইপিএলের রাজা।[/caption]
আইপিএলের ইতিহাসে ব্রাভোই এখন সবচেয়ে বেশি উইকেটের মালিক। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের হয়ে নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে এই কীর্তি গড়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার।
১২২ ম্যাচ খেলে আইপিএলে মালিঙ্গার শিকার ছিল ১৭০ উইকেট। নিজের ১৫৩তম ম্যাচে ব্রাভো দীপক হুদার উইকেট শিকার করে মালিঙ্গাকে ছাড়িয়ে যান। ম্যাচে একটি উইকেট শিকার করা ব্রাভোর মোট আইপিএল উইকেট এখন ১৭১।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
এর আগে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৩ উইকেট শিকার করে মালিঙ্গার রেকর্ড স্পর্শ করেন ব্রাভো। শ্রীলঙ্কান কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে প্রয়োজন ছিল আর একটি উইকেট। কাঙ্ক্ষিত সেই উইকেটের দেখা পেয়ে যান লক্ষ্ণৌয়ের বিপক্ষেই। যদিও দল জিততে পারেনি এ ম্যাচটিও। আসরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলে জয়হীন বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই।
ব্রাভোর এই অর্জনে খোদ মালিঙ্গা জানিয়েছেন অভিনন্দন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন,
'ব্রাভো একজন চ্যাম্পিয়ন! আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় অভিনন্দন বন্ধু। আরও অনেক পথ যাওয়ার বাকি।'
[caption id="attachment_196592" align="aligncenter" width="686"]

কাঙ্ক্ষিত উইকেট শিকারের পর যেন আকাশে উড়তে চাইলেন ব্রাভো।[/caption]
একনজরে আইপিএলের শীর্ষ ১০ উইকেটশিকারি
১. ডোয়াইন ব্রাভো - ১৭১ উইকেট
২. লাসিথ মালিঙ্গা - ১৭০ উইকেট
৩. অমিত মিশ্র - ১৬৬ উইকেট
৪. পীযুষ চাওলা - ১৫৭ উইকেট
৫. হরভজন সিং - ১৫০ উইকেট
৬. রবিচন্দ্রন অশ্বিন - ১৪৫ উইকেট
৭. সুনীল নারাইন - ১৪৪ উইকেট
৮. ভুবনেশ্বর কুমার - ১৪৩ উইকেট
৯. যুজবেন্দ্র চাহাল - ১৪২ উইকেট
১০. জাসপ্রিত বুমরাহ - ১৩০ উইকেট
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।