“মাশরাফিকে নিয়ে আমি চিন্তিত নই”

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2019-06-30T22:29:21+06:00
আপডেট হয়েছে - 2019-07-01T10:35:21+06:00
বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ জানিয়েছেন, টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা উইকেটের দেখা না পেলেও চিন্তিত নন তিনি।
[caption id="attachment_88211" align="aligncenter" width="562"]

[/caption]
রবিবার (৩০ জুন) বার্মিংহামে সাংবাদিকদের সাথে আলাপকালে ওয়ালশ জানান, মাশরাফির ‘ইকোনোমিক্যাল বোলিং’ এ খুশি তিনি। তাই অধিনায়কের উইকেটের কমতি ভাবাচ্ছে না তাকে।





চলতি বিশ্বকাপে ৬ ম্যাচ খেলে মাত্র একটি উইকেট পেয়েছেন মাশরাফি
ের বিপক্ষে পাওয়া ঐ উইকেট ছাড়া আর কোনো ম্যাচেই কোনো ব্যাটসম্যানকে সাজঘরে ফেরাতে পারেননি।
তবে অন্য পেসারদের তুলনায় মাশরাফিই সবচেয়ে আঁটসাঁট বোলিং করছেন। তা ৬ এর অধিক হলেও ইংল্যান্ডের ব্যাটিং বান্ধব উইকেটে নির্দ্বিধায় প্রশংসার দাবীদার।
ওয়ালশ বলেন,
‘উইকেট পাওয়াই সবসময় মূল বিষয় নয়। কখনো কখনো রান রেট বড় ব্যাপার। আমরা জানি মাশরাফি এখানে উইকেট পাচ্ছে না। অনেকেই এই টুর্নামেন্টে উইকেট পাচ্ছে না। কিন্তু মাশরাফির ইকোনোমি রেট ভালো।’





চলতি আসরে এখন পর্যন্ত ওভারপ্রতি ৬.৩৪ রান করে দিয়েছেন মাশরাফি। বল ঘুরান বাকি চার পেসারের চেয়েও এটি ভালো ইকোনোমি রেট। মাশরাফির এই পারফরম্যান্সেই খুশি পেসারদের কোচ।
ওয়ালশ বলেন,
‘সে ভালো বল করছে। আমি নিশ্চিত সে উইকেট পাওয়া শুরু করবে শীঘ্রই। তার উইকেট না পাওয়াতে আমি চিন্তিত নই। বরং বেশি গুরুত্ব দিচ্ছি- সে যে কাজ করছে তা যেন ঠিকঠাক করে যেতে পারে।’
‘মাশরাফি উইকেট পেলে তা আমাদের জন্য বোনাস হয়ে দাঁড়াবে। এখনো দুটি ম্যাচ আছে, আশা করছি সে তা করতে সক্ষম হবে।’
- বলেন তিনি।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।