মুমিনুলের শতকের পর মুশফিকের অর্ধশতকে 'এ' দলের সংগ্রহ '৩২২'

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-09-30T13:07:22+06:00
আপডেট হয়েছে - 2021-09-30T13:07:22+06:00
বাংলাদেশ 'এ' দল ও বিসিবি এইচপি ইউনিটের মধ্যকার দ্বিতীয় ম্যাচেও হাসল মুশফিকুর রহিমের ব্যাট। অধিনায়ক মুমিনুল হকের শতকের পর মুশফিকের ঝড়ো ইনিংসে 'এ' দল জড়ো করেছে ৩২২ রান।
[caption id="attachment_173672" align="aligncenter" width="780"]

ব্যাট হাতে সাবলীল ছিলেন মুশফিক।[/caption]
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে 'এ' দল ভালো শুরু পায় দুই ওপেনার
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । ও মুমিনুলের ব্যাটে। ৮৫ বলে ৬৭ রান করে শান্ত বিদায় নিলে দলীয় ১৫৪ রানে ভাঙে উদ্বোধনী জুটি।
২৭ রানে জীবন পাওয়া মুমিনুল মুশফিকের সঙ্গ কাজে লাগিয়ে শুরু করেন আক্রমণাত্মক ব্যাটিং। মুশফিকও এদিন শুরু থেকেই ব্যাট হাতে ছিলেন সাবলীল।
ের বলে ক্যাচ তুলে দিয়ে ১২১ বলে ১২৮ রান করে বিদায় নেন মুমিনুল। ইমরুল কায়েস শিকার হন 'ডাক' এর, সাজঘরে ফেরেন শূন্য রানে। এরপর মুশফিকের সাথে দলীয় সংগ্রহ বড় করার দায়িত্ব নেন মোহাম্মদ মিঠুন।
[caption id="attachment_173673" align="aligncenter" width="588"]

সাজঘরে ফেরার আগে মুশফিকের ব্যাট থেকে আসে ৬১ রান।[/caption]
স্লগ ওভারে দুজনই ছিলেন বিধ্বংসী, তবে কেউই দলীয় ইনিংস শেষ করে মাঠ ছাড়তে পারেননি। মুশফিক সাজঘরে ফেরেন ৪৬তম ওভারে। তার আগে ৫৩ বলের মোকাবেলায় করেন ৬১ রান। একই ওভারে মিঠুনকেও সাজঘরে ফেরান রাজা। ১৬ বলে ২৫ রান করে আউট হন মিঠুন। মোসাদ্দেক রান বাড়ানোর চেষ্টা করলেও ১০ বলে ১৩ রান করে সাজঘরের পথ ধরেন। ৫ বলে ৫ রান করেন
।
শেষদিকে রানের গতি কিছুটা শ্লথ হয়ে গেলেও তিনশ ছাড়ায় 'এ' দলের স্কোর। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মুমিনুল-মুশফিকদের পুঁজি দাঁড়ায় ৩২২ রান।
এইচপির পক্ষে ৪২ রানের বিনিময়ে চারটি উইকেট শিকার করেন পেসার রেজাউর রহমান রাজা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ 'এ' দল : ৩২২/৭ (৫০ রান)
মুমিনুল ১২৮, শান্ত ৬৭, মুশফিক ৬১, মিঠুন ২৫
রাজা ৪২/৪
জয়ের জন্য এইচপি দলের প্রয়োজন ৩২৩ রান।
more
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।