যে কারণে ছয়ে নেমেছিলেন মাশরাফি

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-07-29T18:08:49+06:00
আপডেট হয়েছে - 2018-07-29T20:14:48+06:00
অধিনায়ক সত্তাটা বাদ দিলে দলের অংশ তিনি মূলত বোলার হিসেবে। নিজের ক্যারিয়ারের শুরুর পর যে ‘দেশসেরা পেসার’ তকমাটা লেগেছিল, এতগুলো ইনজুরির ধকল আর বয়সকে তুড়ি মেরে এখনও টিকে রয়েছে তা। সেই মাশরাফি বিন মুর্তজা শনিবার উইন্ডিজের বিপক্ষে সিরিজ জেতা ম্যাচে ঝলক দেখিয়েছেন ম্যাচ হাতেও।
[caption id="attachment_52332" align="aligncenter" width="700"]

মাশরাফি বিন মুর্তজা। ছবিঃ বিডিক্রিকটাইম
[/caption]
মাশরাফি ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন অতীতেও। তবে এটি হয়ে আছে একটু আলাদা। মূলত মিডল অর্ডারে ব্যাট হাতে নামতে দেখা যায় না তাকে। শনিবার মাশরাফি ব্যাট হাতে নেমেছেন ছয় নম্বর ব্যাটসম্যান হিসেবে, নিয়মিত ব্যাটসম্যান সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকতেরও আগে। খেলতে নেমে ২৫ বলে ৩৬ রানের দুর্দান্ত এক ক্যামিওতে দলকে এনে দিয়েছেন লড়াকু সংগ্রহ।
ম্যাচ শেষে স্বভাবতই প্রশ্নের মুখোমুখি হলেন মাশরাফি- কেন হুট করে এদিন উঠে এলেন ছয়ে? ব্যাটিং অর্ডারে মাশরাফির উত্থানের পেছনে ছিল তারই ইচ্ছা, আর কোচ স্টিভ রোডসের সম্মতি।
মাশরাফি বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।‘
৩৫ ওভারে পর থেকে কোচ চাইছিলেন রান রেট বাড়াতে
।
কোচকে বললাম
,
আমি যাই
?
তখন ব্যাটসম্যানদের সোজা শট খেলা কঠিন
।
চিন্তা করলাম
,
ঝুঁকিটা আমিই নিই
।’
কোচকে নিজের ইচ্ছা প্রকাশের পর কোচও অধিনায়কের প্রতি জানালেন সমর্থন আর আস্থা। মাশরাফি বলেন,
‘
কোচও আমাকে সমর্থন করলেন
।
বললেন
,
কেন দ্বিধায় ভুগছ
?
যাও
।’
মাশরাফির ঐ ইনিংস না থাকলে
ের ইনিংস ৩০০ স্পর্শ করতে কি না, এ নিয়ে প্রশ্ন উঠাটাই স্বাভাবিক। নিজের কৃতিত্ব মাশরাফি খুব একটা স্বীকার না করলেও মেনে নিলেন, তার ঐ ছয়ে নামার সিদ্ধান্ত উপকারে এসেছে দলের।
মাশরাফির ভাষ্য,
‘
আমার ওই সময়ে যাওয়ার সিদ্ধান্তটা বড় কাজে দিয়েছে
।’
বরাবরের মত এই ম্যাচেও ত্রাতা হয়ে ছিলেন সিনিয়র ক্রিকেটাররা। তবে মাশরাফি পারফরম্যান্সের জন্য দৃষ্টি রাখছেন জুনিয়র ক্রিকেটারদের দিকেও। সেই প্রত্যাশায় অপেক্ষা তার দুর্দান্ত টি-২০ সিরিজেরও,
‘
তামিম
,
সাকিব
,
মুশি
,
রিয়াদ সবাই খুব ভালো খেলেছে
।
এখন জুনিয়রদের একটু এগিয়ে আসতে হবে
।
৩ ম্যাচেই বোলারদের পারফরম্যান্স বেশ ভালো ছিল
।
ওয়েস্ট ইন্ডিজ (উইন্ডিজ) টি-২০
’
তে বেশ ভালো দল
।
তবে আশা করি
,
আমরা শুরুটা ভালো করতে পারব
।
এরপর
,
কে জানে
!
’
আরও পড়ুন: আচরণবিধি ভঙ্গ করায় রুবেলের শাস্তি