রাজস্থানে স্মিথের বদলি ক্লাসেন

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-04-02T15:52:23+06:00
আপডেট হয়েছে - 2018-04-02T16:20:23+06:00
বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ ক্রিকেটার স্টিভেন স্মিথের বদলি হিসেবে আইপিএলের দল রাজস্থান রয়্যালসে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হেনরিক ক্লাসেন। ৫০ লাখ
ীয় রুপির ভিত্তি মূল্যে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে দলে ভিড়িয়েছে আইপিএলের জনপ্রিয় দলটি।
আন্তর্জাতিক ক্রিকেটে ক্লাসেনের আবির্ভাবের বেশিদিন হয়নি। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের জার্সি গায়ে চারটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের বিপক্ষে হোম সিরিজে এই দুই ফরম্যাটে অভিষেক হয় তার। ৩ টি-২০ ম্যাচে ৯২ রান করা ক্লাসেনের রয়েছে ৬৯ রানের একটি ঝলমলে ইনিংসও।
আন্তর্জাতিক অঙ্গনে নতুন হলেও ঘরোয়া ক্রিকেটে মোট ৪৯টি টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ক্লাসেনের। ২৬ বছর বয়সী এই ক্রিকেটার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।
উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে বিতর্কের জন্ম দিলে বোর্ডের শাস্তিস্বরূপ আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হন অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ। আইপিএলে রাজস্থান রয়্যালসের তুরুপের তাস ছিলেন অভিজ্ঞ স্মিথ। টেম্পারিং-কাণ্ডে স্মিথের মতো একই পরিণতি বরণ করে নিতে হয় সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকেও, যার খেলার কথা ছিল
ের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
একজনরে দেখে নেওয়া যাক আসন্ন আইপিএলে রাজস্থান রয়্যালসের স্কোয়াড-
আজিঙ্কে রাহানে (অধিনায়ক), ডি’আর্সি শর্ট, রাহুল ত্রিপাঠি, আরায়মান বিড়লা, জস বাটলার, সঞ্জু স্যামসন, প্রশান্ত চোপড়া, হেনরিখ ক্লাসেন, বেন স্টোকস, স্টুয়ার্ট বিনি, জোফ্রা আর্চার, কে গৌতম, জাতিন স্যাক্সেনা, মাহিপাল লোমরোর, জহির খান, শ্রেয়াস গোপাল, মিডহুন এস, আঙ্কিত শর্মা, অনুরিত সিং, জয়দেব উনাদকাট, ধওয়াল কুলকার্নি, দুশমন্থ চামিরা, বেন লাফলিন।
[এই সিরিজ মাঠে গড়ানো নিয়েও ছিল সংশয়। নিরাপত্তা শঙ্কাকে কারণ হিসেবে দেখিয়ে একটা সময়
সফরে রাজি ছিলেন না উইন্ডিজের কোনো খেলোয়াড়। শেষমেশ বোনাসের লোভ দেখিয়ে বোর্ডের...
]