রাজ্জাক-সাকিবদের গড়ে তোলার গল্প শোনালেন রফিক

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2021-02-21T22:39:51+06:00
আপডেট হয়েছে - 2021-02-21T22:47:31+06:00
নিঃসন্দেহে তিনি কিংবদন্তি। বাংলাদেশে বাঁহাতি স্পিনের জাদুকর। তার হাত ধরেই উঠে এসেছিলেন সাকিব-রাজ্জাকের মত স্পিনার। তবে ভবিষ্যতে তাদের জায়গায় কে আসবেন, এ নিয়ে সন্দিহান সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক।

ও আব্দুর রাজ্জাকের উত্থান কাছ থেকেই দেখেছেন রফিক। তাদের গড়ে তোলার পেছনেও রেখেছেন অবদান। রাজ্জাক ইতোমধ্যে অবসর নিয়েছেন, আছেন কেবল সাকিব। রফিকের শঙ্কা, ভবিষ্যতে এই জায়গায় কে আসবেন।
সাকিব-রাজ্জাকদের গড়ে তোলার গল্প শুনিয়ে তিনি বলেন,
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন । 'সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাক বা অন্যরা, যাদের যখন নির্বাচকরা নিয়ে আসে, তারা কিন্তু আমার হাত ধরেই এসেছে। নির্বাচকরাই বলত... রফিক এটা সাকিব, এটা রাজ্জাক- এভাবে। আমিও তাদের নিয়ে অনুশীলন করতাম; এটা এভাবে করো, ওভাবে করো। সবচেয়ে বড় কথা ওদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারি, ওরা আমার কাছ থেকে। শেখার কোনো শেষ নেই। আজকে এদের দিয়েছি, কিন্তু এদের পরে কে আসবে? এ ধরনের খেলোয়াড় কিন্তু এখন তৈরি হচ্ছে না। এখন যদি তৈরিই না হয় আর এই জায়গাটায় শূন্যস্থান পড়ে, সেটা বাংলাদেশ ক্রিকেটেই শূন্যস্থান তৈরি করবে।'
ের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। লজ্জাজনক ফলাফল অর্জনের সিরিজে স্পিন বিভাগ প্রত্যাশা পূরণ করতে পারেননি। রফিক এই বিষয়টিকে কীভাবে দেখছেন?
রফিক বলেন,
'যেকোনো জিনিসই আপনি যদি ভালোভাবে না করেন, জিততে পারবেন না। আমি সমর্থক হিসেবে যা দেখেছি মনে হয়েছে ওরা (ওয়েস্ট ইন্ডিজ) জেতার আগেই জিতে গেছে। ওরা চট্টগ্রামে হেরে যাওয়ার পর ম্যাচে ফেরা কিন্তু কঠিন ছিল। হতে পারে ঢাকায় ফিরে ওরা প্রত্যাবর্তন করবে বলে আশাবাদী ছিল। কিন্তু সিরিজের প্রথম ম্যাচ হারের পর জিনিসটা কঠিন হয়ে যায়। তার মধ্যে ম্যানেজমেন্টের একটা চাপ ছিল, মিডিয়া ও সমর্থকদের চাপ ছিল। সবচেয়ে বড় কথা এখানে সব পেশাদার ক্রিকেটার খেলে।'
'যেটা চলে গেছে সেটা ভুলে যাওয়া উচিত। নতুন করে শুরু করলে ইনশাআল্লাহ ভালো খেলবে।'
- বলেন তিনি।