“রাতে ঘুমিয়ে স্বপ্নে দেখলাম গেইল আমাকে মারছে”

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-05-14T21:49:47+06:00
আপডেট হয়েছে - 2019-05-15T00:49:29+06:00
ক্যারিয়ারের শেষদিকে এসেও এখনো মারকুটে ব্যাটিংয়ে অভ্যস্ত ক্রিস গেইল। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই গেইল বাংলাদেশের সামনে অবশ্য 'পরাজিত সৈনিক' ছিলেন। জোহানেসবার্গে আসরের ৫ম ম্যাচে সৈয়দ রাসেলের শিকার হয়ে সাজঘরে ফিরেছিলেন কোনো রান না করেই।
[caption id="attachment_81661" align="aligncenter" width="700"]

সেদিন গেইলকে ফেরানোর পর সতীর্থদের সাথে সৈয়দ রাসেলের উল্লাস। ফাইল ছবি
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।[/caption]
সম্প্রতি
বিডিক্রিকটাইমে
র সাথে আলাপকালে সেই স্মৃতি রোমন্থন করেছেন রাসেল।





তিনি বলেন,
‘দক্ষিণ আফ্রিকায় প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ম্যাচের আগে আমরা প্র্যাকটিস করছি বিকালে। কোচ বললেন আমরা প্র্যাকটিস শেষে ম্যাচ দেখব।’
জোহানেসবার্গে সেদিন (১১ সেপ্টেম্বর ২০০৭) আসরের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে
। বাংলাদেশকে নিজেদের প্রথম ম্যাচ খেলতে হবে এই ওয়েস্ট ইন্ডিজেরই বিপক্ষে। তাই সামনাসামনি প্রতিপক্ষকে দেখার চেষ্টা।
তবে জোহানেসবার্গে গিয়ে সৈয়দ রাসেলরা আবিস্কার করলেন ক্রিস গেইলের তাণ্ডব। গেইলের এমন তাণ্ডব দেখে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার কি ভড়কে যাননি? শোনা যাক রাসেলের মুখেই।





‘গেইল সেদিন সেঞ্চুরি করেছিল। ডে নাইট খেলা ছিল। তার শটগুলো ফ্লাডলাইটের বাইরে চলে যাচ্ছিল। বলই খুঁজে পাওয়া যাচ্ছিল না একপর্যায়ে। এটা দেখে ভেতরে ভয় ঢুকে গেল। পরশু (১৩ সেপ্টেম্বর) আমাদের বিপক্ষে খেলা, আজ গেইল এভাবে মারছে... এমন করলে তো ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে।’
তবে রাসেল সেদিন জয় করেছিলেন গেইল-ভয়। একইসাথে দলও পেয়েছিল জয়। গেইলকে বধ করেছিলেন কীভাবে? জানতে চাইলে ৩৪ বছর বয়সী জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার বলেন,
‘রাতে ঘুমিয়ে স্বপ্নে দেখলাম গেইল আমাকে মারছে। পরদিন সকালে গেইলকেই বল করব। কিছুটা ভয় কাজ করছে। পরিকল্পনা ছিল ভালো জায়গায় বল করব, এরপর গেইল যদি মেরে দেয় আমার কিছু করার থাকবে না। আমি সবসময় মিশ্রণ রেখে বল করতাম। একটা ইন সুইং, একটা আউট সুইং... এভাবে খেলতে গিয়ে তিন নম্বর বলে ও আমাকে মারতে আসে এবং গালিতে আউট হয় (অলক কাপালির হাতে)।’
রাসেল জানান, দুর্দান্ত ফর্মে থাকা গেইলকে সেদিন শূন্য রানে সাজঘরে ফেরানো তার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।