লঙ্গার ভার্সনে না খেলে নয় গোলাপি বলে টেস্ট

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2018-08-01T07:15:03+06:00
আপডেট হয়েছে - 2018-08-01T20:51:33+06:00
দিবারাত্রি টেস্ট নিয়ে
ের পথেই হাঁটছে
। টেস্ট ক্রিকেটের নব্য দুই দল
ও
ছাড়া এই ভারত আর বাংলাদেশই কেবল বাকি রয়েছে, যারা এখনও দিবারাত্রির টেস্ট খেলেনি।

সম্প্রতি দিবারাত্রির একটি টেস্ট খেলার সুযোগ অবশ্য এসেছিল টাইগারদের সামনে। আগামী বছরের ফেব্রুয়ারিতে তিন ওয়ানডে ও তিন টেস্টের পৃথক দুটি সিরিজ খেলতে
সফর করবে বাংলাদেশ দল। ঐ সিরিজের প্রথম ম্যাচকেই ফ্লাডলাইটের আলোয় আয়োজনের প্রস্তাব দিয়েছিল আয়োজক নিউজিল্যান্ড ক্রিকেট। তবে অভিজ্ঞতা না থাকায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।
ঘরোয়া ক্রিকেটে এখনও গোলাপি বলে খেলেনি বাংলাদেশ। মূলত এ কারণেই এখনই দিবারাত্রির টেস্ট খেলতে চাচ্ছে না টাইগাররা। ঘরোয়া লঙ্গার ভার্শনে গোলাপি বলে খেলার অভ্যস্ততা তৈরির পর আর বছরখানেক বিরতি শেষে বাংলাদেশ খেলতে চায় টেস্ট ক্রিকেটের আধুনিকতম এই পদ্ধতিতে।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম
ইএসপিএনক্রিকইনফো
কে বিসিবি সিও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন,
‘নিউজিল্যান্ড বোর্ড দিবারাত্রি টেস্টের উদ্যোগ গ্রহণের পর আমরা আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি। আমরা এটাকে ইতিবাচকভাবেই দেখছি। কিন্তু যতদিন না আমাদের খেলোয়াড়েরা ঘরোয়া ক্রিকেটের লঙ্গার ভার্শনে দিবারাত্রির ম্যাচ খেলছেন, আমরা মনে করি ততদিন দিবারাত্রির টেস্ট খেলা উচিত হবে না।’
উইন্ডিজ সফর শেষে দল দেশে ফেরার পরই গোলাপি বলে খেলা প্রসঙ্গে আলোচনায় বসবেন বোর্ড কর্তা ও ক্রিকেটাররা। নিজামউদ্দিন চৌধুরী বলেন,
‘
আমরা প্রথমে ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলের প্রচলন ঘটাতে চাচ্ছি। এরপর ঘরের মাটিতে দিবারাত্রির টেস্ট খেলবো। এরপর আমরা দিবারাত্রির অ্যাওয়ে ম্যাচ খেলতে চাই। উইন্ডিজ সফর থেকে ফেরার পর আমরা এটি নিয়ে বোর্ড এবং খেলোয়াড়দের সাথে আলোচনা করব
।‘
উল্লেখ্য, ঘরোয়া ক্রিকেটে দিবারাত্রির টেস্ট খেলার আগেই আন্তর্জাতিক অঙ্গনে তথা টেস্ট ক্রিকেটে ফ্লাডলাইটের আলোয় গোলাপি বলে খেলেছিল
,
, নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে। এমনকি এখন পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে গোলাপি বলে কোনো ম্যাচ খেলা হয়নি দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে।