লড়াকু মুশফিকের প্রতি হরভজনের ‘শ্রদ্ধা’

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-11-25T17:40:01+06:00
আপডেট হয়েছে - 2019-11-25T17:46:29+06:00
ভারত সিরিজে ব্যাট হাতে সফল একমাত্র মুশফিকুর রহিম। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে মুশফিকের পাশাপাশি সাহসিকতার পরিচয় দিয়েছেন মাহমুদউল্লাহ। আর লড়াকু মুশফিকে মুগ্ধ হয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে প্রথম জয় এসেছে মুশফিকের ব্যাটে। ফাইনাল টি-টোয়েন্টিতে নাঈম জ্বলে উঠলেও জিততে পারেনি
। টেস্টে তো ব্যাটিং ধ্বস নেমেছিল বাংলাদেশের। প্রথম টেস্টেও ব্যাটিং ব্যর্থতায় ডুবিয়েছে বাংলাদেশকে। মুশফিক বাদে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন বাকিরা। দ্বিতীয় টেস্টেও যেন একই চেহারা। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টও ডুবিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায়।





দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে একাই লড়েছেন মুশফিক। সেই সঙ্গে সাহসিকতার পরিচয় দিয়েছেন মাহমুদউল্লাহ। মুশফিকের লড়াকু মানসিকতায় ‘শ্রদ্ধা’ জানিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। সেই সাথে তার কাছ থেকে বাকিদের শিখতেও পরামর্শ দিলেন এ ক্রিকেটার।
“মুশফিকের কাছ থেকে শিখতে হবে, মাহমুদউল্লাহ আগের দিন অনেক সাহস দেখিয়েছে। টেস্ট ক্রিকেটে আপনাকে সাহস দেখাতে হবে। কেবল টেকনিকের খেলা নয়, সাহসেরও খেলা ক্রিকেট। বিশেষ করে মুশফিকের কাছ থেকে শিখতে হবে। আমার গভীর শ্রদ্ধা তার প্রতি।”





বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার মূল কারণ ভারতের পেসাররা। শামি, উমেশ, ইশান্তদের সামনে দাঁড়াতেই যে পারেনি বাংলাদেশের ব্যাটসম্যানরা। হরভজন মনে করেন, বিশ্ব ক্রিকেটে সাফল্য পেতে হলে স্পিন নয় ভালো উইকেটে খেলতে হবে বাংলাদেশকে।
“তাদের অনেক কাজ করতে হবে। ঘরের মাঠে তারা খুব ভালো দল। তারা চরম স্পিন সহায়ক উইকেট বানিয়ে ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে হারিয়েছে। এমন উইকেট বানিয়ে ওদের আপনি হারাতেই পারেন। কিন্তু তাদের সবমিলিয়ে ভালো দল হতে হবে। নিজেদের পরীক্ষার সামনে ফেলতে হবে, ভালো উইকেট বানাতে হবে।”
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।