সকাল বেলায় নাইমকে নিয়ে সাকিবের উইকেট পরিদর্শন

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2019-09-04T10:53:46+06:00
আপডেট হয়েছে - 2019-09-04T11:40:18+06:00
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) প্রথমবারের মতো সাদা পোশাকে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। স্বাগতিকদের তো বটেই, সফরকারীদেরও বোলিং মূল শক্তি স্পিন
আক্রমণ
।
তবুও স্পিন দিয়েই যেন প্রতিপক্ষকে ঘায়েলের কৌশল আঁটছে বাংলাদেশ।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
রশিদ খান, মোহাম্মদ নবীদের নিয়ে গড়া আফগানিস্তানের স্পিন আক্রমণ বেশ ক্ষুরধার। অবশ্য লাল বলে আফগান অধিনায়কের বোলিং এখনো পর্যন্ত খুব একটা ফলপ্রসূ হতে দেখা যায়নি। তবে লেগ স্পিন দিয়ে যেকোনো সময় প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা আছে তার।





বাংলাদেশ অধিনায়ক
ের হাতেও একাধিক স্পিনার আছে। সাকিব নিজেসহ মেহেদী হাসান মিরাজ,
ও তরুণ তুর্কি নাইম হাসানের মতো স্পিনাররা আছেন বাংলাদেশের স্কোয়াডে। বাঁহাতি স্পিনার তাইজুল মাস খানেক আগে
ের একটি টুর্নামেন্টে ভালো খেলে এসেছেন, গত সপ্তাহেই খুলনায়
ইমার্জিং দলকে একাই ধসিয়ে দিয়েছেন ডানহাতি স্পিনার নাইম। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন
বধের নায়ক, আরেক ডানহাতি স্পিনার মিরাজও।
ম্যাচের আগের দিন (বুধবার) সকাল সকাল তরুণ নাইমকে নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট পরিদর্শন করতে দেখা যায় সাকিবকে। এছাড়া, কিছুক্ষণ পরে মুশফিককেও উইকেট পরিদর্শন করতে দেখা গেছে। স্পিনার নাইমকে নিয়ে অধিনায়কের উইকেট পরিদর্শন হয়ত এটাই ইঙ্গিত দেয় যে, স্পিন আক্রমণ দিয়েই রণকৌশল সাজাচ্ছে বাংলাদেশ। তাছাড়া আফগানিস্তানকে একমাত্র প্রস্তুতি ম্যাচে আল আমিন জুনিয়রের স্পিন ঘূর্ণির সামনে বেশ ভুগতে দেখা গেছে।





প্রসঙ্গত, এর আগে গত মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) টেস্ট ক্রিকেটের নাম ও নাম্বার সম্বলিত নতুন জার্সি উন্মোচন করা হয়েছে। এই নতুন জার্সি পরেই আফগানদের বিপক্ষে মাঠে নামবে সাকিবের দল।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।