সর্বোচ্চ উইকেট শিকারে খুলনা টাইগার্সের দাপট

তাহসিনা জামানক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2020-01-18T17:15:19+06:00
আপডেট হয়েছে - 2020-01-18T17:15:19+06:00
বঙ্গবন্ধু বিপিএলের শীর্ষ উইকেট শিকারে আসরের রানার্সআপ দল খুলনা টাইগার্সের বোলারদের আধিপত্য। শীর্ষ ৫ জন বোলারের মধ্যে তিনজন দেশি এবং দুইজন বিদেশি, তবে মজার ব্যাপার হলো সবাই পেসার।

আসর শেষ পর্যন্তও উইকেট শিকারির তালিকায় সবার ওপরে মুস্তাফিজুর রহমানের নাম, যদিও তার দল রংপুর রেঞ্জার্স লিগ পর্ব থেকেই বিদায় নিয়েছে। তালিকার আরও তিন বোলারের সমান ২০ উইকেট নিয়েও কম ম্যাচ ও কম ইকোনোমিক রেট থাকায় শীর্ষে আছেন এই বাঁহাতি পেসার।




মুস্তাফিজের থেকে একটি করে বেশি ম্যাচ (১৩) খেলে পরের দুই স্থানে আছেন খুলনা টাইগার্সের মোহাম্মদ আমির ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রুবেল হোসেন। এছাড়া খুলনা টাইগার্সের আরেক পেসার রবি ফ্রাইলিঙ্ক ১৪ ম্যাচ খেলে শিকার করেছেন ২০টি উইকেট।
তালিকার পঞ্চম স্থানে আছেন খুলনা টাইগার্সের দেশি পেসার
। ১৩ ম্যাচে এই ডানহাতি বোলারের ঝুলিতে ১৯টি উইকেট।





আসরের চমক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মেহেদী হাসান রানা ১০ ম্যাচে শিকার করেছেন ১৮টি উইকেট এবং ঢাকা প্লাটুনের
১৩ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। এছাড়া কুমিল্লা ওয়ারিয়র্সের সৌম্য সরকার ১২ ম্যাচে ১২টি উইকেট পেয়েছেন। সিলেটের
ের শিকার ১২ ম্যাচে ১৪ উইকেট।
একনজরে শীর্ষ পাঁচ উইকেট শিকারি:
নাম | ম্যাচ | উইকেট | সেরা বোলিং | ইকোনোমিক রেট |
মুস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) | ১২ | ২০ | ৩/১০ | ৭.০১ |
মোহাম্মদ আমির (খুলনা টাইগার্স) | ১৩ | ২০ | ৬/১৭ | ৭.০৫ |
রুবেল হোসেন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) | ১৩ | ২০ | ৩/১৭ | ৭.৩১ |
রবি ফ্রাইলিঙ্ক (খুলনা টাইগার্স) | ১৪ | ২০ | ৫/১৬ | ৭.৩৯ |
শহিদুল ইসলাম (খুলনা টাইগার্স) | ১৩ | ১৯ | ৪/২৩ | ৮.০৮ |
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।