সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2019-10-14T22:00:16+06:00
আপডেট হয়েছে - 2019-10-14T22:48:03+06:00
দ্বাদশ বিশ্বকাপ ফাইনালের সুপার ওভার নিয়ে কম বিতর্ক হয়নি। ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচটি ইংল্যান্ডের হাতে শিরোপা তুলে দিলেও দুই দফা টাই হয়েছিল খেলার ফলাফল।

সেই বিতর্কের জের ধরেই আইসিসি সুপার ওভারের নিয়মে পরিবর্তন এনেছে।
লর্ডসে অনুষ্ঠিত সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে নির্ধারিত ৫০ ওভার করে খেলা শেষে দুই দলের স্কোর ছিল সমান। এরপর সুপার ওভারও টাই হয়। পরতে পরতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচটিতে বিজয়ী খোঁজা হয় বাউন্ডারির সংখ্যা হিসেব করে, যা স্বাগতিক ইংল্যান্ডকে প্রথম শিরোপা এনে দেয়।




তবে ম্যাচ না হেরেও
ের বিশ্বকাপ না পাওয়ার বিষয়টি অনেককেই পুড়িয়েছে। তাই সুপার ওভারের নিয়মের সংস্কার চেয়েছিলেন অনেকে। আইসিসি তাদের কথা রেখেছে।
এখন থেকে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে একাধিক সুপার ওভার গড়ানোর নিয়ম করেছে আইসিসি। সেই অনুযায়ী, টাই হওয়া ম্যাচে একটি সুপার ওভারে জয়-পরাজয় নির্ধারণ করা না গেলে ফলাফল নির্ধারণের আগ পর্যন্ত আরও এক বা একাধিক সুপার ওভারের আয়োজন করা যাবে।





আইসিসি এই নিয়ম করেছে শুধু নিজেদের ইভেন্টের সেমিফাইনাল ও ফাইনাল তথা নকআউট ম্যাচের জন্য। তাই আগামীতে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির মত আসরে বা আইসিসির কোনো টুর্নামেন্টের বাছাইপর্বে সুপার ওভারও টাই হলে মাঠে গড়াবে একাধিক সুপার ওভার।
নতুন নিয়মের ফলে বাউন্ডারির সংখ্যা দিয়ে বিজয়ী দল খোঁজার নিয়মটিও কার্যত বিলুপ্ত হল। যদিও আইসিসির এই পদচিহ্ন অনুসরণ করতে পারে বিভিন্ন ক্রিকেট বোর্ড ও ক্রিকেট ইভেন্ট আয়োজকরাও।
more
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।