██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

টেস্টে উত্থান: মুশফিককেই কৃতিত্ব দিচ্ছেন তামিম

টেস্টে উত্থান: মুশফিককেই কৃতিত্ব দিচ্ছেন তামিম
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2018-05-04T21:00:21+06:00

আপডেট হয়েছে - 2018-05-05T10:18:11+06:00

প্রথমবারের মতো টেস্ট র‍্যাংকিংয়ের অষ্টম স্থানে উত্থান দেশের ক্রিকেটে এনে দিয়েছে খুশির হাওয়া। সেই হাওয়া গায়ে মেখে সবাই বসেছেন হিসেব কষতে- কীভাবে এলো সাফল্য?
মুশফিককে কৃতিত্ব দিচ্ছেন তামিম
ের মতে, বাংলাদেশের এই অর্জনের পেছনে মূল অবদানটা মুশফিকের। বিশেষ করে দেশের মাটিতে বড় দলগুলোকে হারানোর ক্ষেত্রে। তামিম বলেন,
টেস্ট ক্রিকেটে যে পর্যায়ে আমাদের এত দিনে যাওয়া উচিত ছিল
,
সেখানে কিন্তু আমরা যেতে পারিনি। তার পরও আমাদের সাম্প্রতিক যেসব সাফল্য
,
বিশেষ করে ইংল্যান্ড
,
অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে টেস্টে হারানো
,
এটা অবশ্যই বিশাল ইতিবাচক দিক।'
মুশফিককে কৃতিত্ব দিতে এক্ষেত্রে কোনো কার্পণ্য করেননি বাঁহাতি ব্যাটসম্যান-
'এ জন্য যদি কাউকে কৃতিত্ব দিতে হয়, আমি একমাত্র মুশফিকুর রহিমকেই তা দেব। কেন দেব? কারণ হলো নিজেদের মাঠে কেমন উইকেটে খেলব, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তিনি অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন।’
চ্যালেঞ্জ গ্রহণ করে স্পিন উইকেটে টেস্ট খেলার সিদ্ধান্ত নিয়ে মুশফিকের দেওয়া দূরদর্শিতার পরিচয় জানিয়ে তামিম বলেন, 
‘দেশে তো স্পিনিং উইকেটে কখনোই এর আগে সেভাবে খেলিনি আমরা। ইংল্যান্ডের বিপক্ষে হঠাৎ করে স্পিন উইকেটে খেলার ব্যাপারটি সামনে এলো। সাহস দেখিয়ে ওই সিদ্ধান্তটি নেওয়া অনেক বড় ব্যাপার ছিল। এমনকি আমিও স্পিন উইকেটে খেলার আলোচনা প্রথম শুনে বলেছিলাম- নাহ, কী দরকার এ রকম উইকেটে খেলার? সেই চ্যালেঞ্জটি নিয়ে অধিনায়কের স্পিন উইকেটে খেলার সিদ্ধান্ত নেওয়াটা সত্যিই খুব বড় কিছু ছিল।'
তামিম আরও বলেন, 
'আমাদের সাম্প্রতিক টেস্ট সাফল্যের জন্য তাই ওনাকেই আমি কৃতিত্ব দেব। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা স্পিনিং উইকেটেই জিতেছি। এর কৃতিত্ব ওনার পাওয়া উচিত। উনি অধিনায়ক ছিলেন এবং সিদ্ধান্তটি ওনার একার। আমি তখন সহ-অধিনায়ক ছিলাম। তাই খুব কাছ থেকেই আমি ব্যাপারটি দেখেছি। (চন্ডিকা) হাথুরুসিংহের সঙ্গে আলোচনা করে স্পিন উইকেটে খেলার সিদ্ধান্তটি ওনারই ছিল। যেটা দেশের মাটিতে আমাদের টেস্ট ক্রিকেটটাই বদলে দিয়েছে।’
একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.