██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হেসেখেলেই জিতল ক্যারিবীয়রা

হেসেখেলেই জিতল ক্যারিবীয়রা
Siam Chowdhury

Siam ChowdhurySenior Sub-Editor

প্রকাশিত হয়েছে - 2019-05-31T18:58:17+06:00

আপডেট হয়েছে - 2019-05-31T19:03:04+06:00

একপেশে ম্যাচে সহজ জয় দিয়ে আসর শুরু করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ। আসরের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
হেসেখেলেই জিতল ক্যারিবীয়রা
নটিংহামের ট্রেন্ট ব্রিজে টস হেরে ব্যাট করতে নেমে ২১.৪ ওভার ব্যাট করে মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দলের পক্ষে ২২ রান করে করেন ফখর জামান ও বাবর আজম। এছাড়া ওয়াহাব রিয়াজ ১৮ ও মোহাম্মদ হাফিজ ১৬ রান করেন।
ক্যারিবীয়দের পক্ষে এদিন বল হাতে দুর্দান্ত ছিলেন পেসাররা। তাদের নিয়ন্ত্রিত ও ধারাল বোলিংয়েই পাকিস্তান পড়ে ব্যাটিং বিপর্যয়ে। ওশানে থমাস একাই শিকার করেন ৪টি উইকেট। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ৩টি, আন্দ্রে রাসেল ২টি ও শেল্ডন কটরেল ১টি উইকেট শিকার করেন।
হেসেখেলেই জিতল ক্যারিবীয়রা
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ক্রিস গেইলের ব্যাটে দারুণ শুরু পায় উইন্ডিজ। যদিও আরেক ওপেনার শাই হোপের বিলাসী শট মোহাম্মদ হাফিজের তালুতে জায়গা করে নিলে দলটির প্রথম উইকেটের পতন ঘটে। এর মাধ্যমে নিজের প্রথম বিশ্বকাপ উইকেটের দেখা পান পাকিস্তানের আলোচিত তারকা পেসার মোহাম্মদ আমির। এরপর শূন্য রানে ডোয়াইন ব্রাভোকেও আউট করেন আমির। তবে একপ্রান্ত আগলে রেখে মারকুটে ব্যাটিং চালিয়ে যান গেইল। এবি ডি ভিলিয়ার্সকে পেছনে ফেলে এককভাবে বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ার পর পূর্ণ করেন অর্ধ-শতক।
ক্যারিয়ারের ৫২তম অর্ধ-শতক হাঁকানোর পর গেইলও পরিণত হন আমিরের শিকারে। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫০ রান করে গেইল ফেরেন সাজঘরে। তবে নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিং ও শেষদিকে শিমরন হেটমেয়ারের যোগ্য সমর্থন দলকে এনে দেয় ৭ উইকেটের জয়, ২১৮ বল হাতে রেখেই। পুরান ৪টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন, হেটমেয়ার ৭ রানে। পাকিস্তানের বাজে ফিল্ডিংয়ের দিনে তিনটি উইকেটই শিকার করেছেন আমির।
সংক্ষিপ্ত স্কোর
টস: উইন্ডিজ
পাকিস্তান ১০৫ (২১.৪ ওভার)
ফখর ২২, বাবর ২২, ওয়াহাব ১৮, হাফিজ ১৬ থমাস ২৭/৪, হোল্ডার ৪২/২, রাসেল ৪/২
উইন্ডিজ ১০৮/৩ (১৩.৪ ওভার)
গেইল ৫০, পুরান ৩৪*, হোপ ১১ আমির ২৬/৩
ফল: উইন্ডিজ ৭ উইকেটে জয়ী। 

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.