‘১০ কেজি’ ওজন কমিয়ে মাঠে ফিরলেন মাশরাফি

Tariqul IslamEditor
প্রকাশিত হয়েছে - 2020-12-01T15:51:19+06:00
আপডেট হয়েছে - 2020-12-01T15:51:19+06:00
বাংলাদেশে প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আসরগুলোতে নিয়মিত খেলেছেন মাশরাফি বিন মুর্তজা। তবে চলমান বঙ্গবন্ধু কাপে নাম নেই তার। শোনা যাচ্ছে, শেষদিকে এই টুর্নামেন্টে খেলতে পারেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। এজন্য নিজেকে ফিট করতে ১০ কেজি ওজন কমিয়েছেন তিনি। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন।
[caption id="attachment_125640" align="aligncenter" width="1223"]

মাশরাফি মুর্তজা। ফাইল ছবি[/caption]
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
করোনার আগে চলতি বছরের মার্চ মাসে সর্বশেষ মাঠে নেমেছিলেন মাশরাফি। এরপর ব্যক্তিগত ও দলীয় অনুশীলনে অন্যান্য ক্রিকেটাররা ফিরলেও মাশরাফি আর ফেরেননি। খেলছেননি বিসিবি প্রেসিডেন্টস কাপেও। তবে সেই টুর্নামেন্ট চলাকালীন ব্যক্তিগত অনুশীলনের সময় ইঞ্জুরিতে পড়েন নড়াইল এক্সপ্রেস।
চোটের কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের জন্য ফিটনেস টেস্টে অংশ নিতে পারেননি মাশরাফি। ছিলেন না প্লেয়ার্স ড্রাফটেও। মাশরাফির চোটের অগ্রগতি হয়েছে। কিছুদিন আগে রানিং শুরু করেন তিনি। আজ (মঙ্গলবার) উপস্থিত হয়েছিলেন মিরপুরে। সেখানে স্কিল অনুশীলন করতে দেখা যায় তাকে।
দুপুর ১২.১০ মিনিটে অ্যাকাডেমি মাঠে প্রবেশ করে হালকা রানিং সেরে ৪ ওভার হাত ঘুরিয়েছেন মাশরাফি। গুঞ্জন আছে, বঙ্গবন্ধু কাপে মাশরাফির দল পাওয়ার বিষয়টি রীতিমত চূড়ান্ত। বাইশ গজের লড়াইয়ে ফিরতে এখন নিজেকে ফিট করছেন টাইগারদের সাবেক অধিনায়ক। এজন্য শরীর থেকে ১০ কেজি ওজন ঝরিয়েছেন।
আজ বিসিবির ফিটনেস ট্রেনার তুষার কান্তি হাওলাদারকে সঙ্গে নিয়ে অনুশীলন করেন মাশরাফি। অনুশীলন শেষে মাশরাফির বর্তমান অবস্থা জানিয়েছেন তুষার।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তুষার বলেন,
‘আসলে মাশরাফি ওর মত করে অনুশীলন করেছে করোনা পরবর্তীতে। এখন ও ওজন কমিয়ে একটা অবস্থায় আসতে চায়। এ ব্যাপারে আমি সাহায্য করছি। ওজন ঠিক এই মুহূর্তে কত জানিনা। ১০ কেজির মত (কমিয়েছে)। আরও কমাবে।’
‘ম্যাচ ফিটনেসের ব্যাপারে বলার মত সময় আসেনি। ও এমনিতে বল করেছে। যেভাবে অনুশীলন করছে এভাবে অবশ্যই সে ফিট হয়ে ফিরতে পারবে। টেকনিক নিয়ে তো তার তেমন কোন সমস্যা নাই, সমস্যাটা ফিটনেসে। ফিটনেসের ব্যাপারে কাজ করলে সে ফিট হয়ে যাবে। ও অন্যরকম, ও মাশরাফি। অনেক কিছুই করতে পারে।’
- সাথে যোগ করেন তিনি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।