██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

২০১৮ সালে টেস্টে ব্যাট-বল হাতে টাইগারদের রাজত্ব

২০১৮ সালে টেস্টে ব্যাট-বল হাতে টাইগারদের রাজত্ব
Imran Hasan

Imran Hasanসম্পাদক

প্রকাশিত হয়েছে - 2018-12-03T02:14:30+06:00

আপডেট হয়েছে - 2018-12-03T02:15:26+06:00

সফরকারী উইন্ডিজকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ১৮৪ রানের ব্যবধানে হারানোর মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে চলতি বছরের যাত্রা শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। বছরের শেষ দিকে এসে দলের খোলস ছেড়ে বেরিয়ে আসার পাশাপাশি ব্যাট ও বল হাতে দ্যুতি ছড়িয়ে দলটির একাধিক ক্রিকেটার জায়গা দখল করেছেন চলতি বছরের শীর্ষ পারফর্মারদের তালিকায়।
এর ফলে চলতি বছরের সর্বাধিক উইকেট শিকারি বোলারদের পাশাপাশি সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায়ও আধিপত্য নজরে পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। [caption id="attachment_61834" align="aligncenter" width="806"]
রফিকের ৩৩ উইকেটের রেকর্ড ভেঙ্গে এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি উইকেট এখন তাইজুলের দখলে।
রফিকের ৩৩ উইকেটের রেকর্ড ভেঙ্গে এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি উইকেট এখন তাইজুলের দখলে।
বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
[/caption]
শীর্ষ উইকেট শিকারি বোলার:
চলতি ২০১৮ বর্ষপঞ্জিকায় ৭ টেস্ট ও ১৩ ইনিংসে বল করে মোট ৪৩ উইকেট শিকার করেছেন বাংলাদেশের
। যা বাংলাদেশের পক্ষে এক বর্ষপঞ্জিকায় সর্বাধিক। শুধু দেশের হয়েই নয় চলমান বছরের সাদা পোশাকের লড়াইয়ে এটি তাকে জায়গা করে দিয়েছে যৌথভাবে দ্বিতীয়স্থানে। ১২ টেস্টে ৪৩ উইকেট নেওয়া ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সাথে তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন তিনি। ঢাকা টেস্টে ১২ উইকেট নিজের ঝুলিতে যুক্ত করে মোট ৪১ উইকেট নিয়ে এরপরের অবস্থানেই রয়েছেন বাংলাদেশের আরেক স্পিনার মেহেদী হাসান মিরাজ। তাইজুল ও মিরাজের চেয়ে এ তালিকায় বেশি উইকেট শিকারের নজীর রয়েছে কেবল দুজন বোলারের। তারা হলেন কাগিস রাবাদা ও দিলরুয়ান পেরেরা। উভয় বোলারই চলতি বছর এখনো পর্যন্ত উইকেট শিকার করেছেন ৪৬টি করে।
বাংলাদেশের স্পিনে ফের বিপাকে ফলো-অনে পড়া উইন্ডিজ ৩
২০১৮ সালে টেস্টে সর্বাধিক উইকেট শিকারি বোলারদের তালিকা-
৪৬- রাবাদা, পেরেরা। ৪৩- অ্যান্ডারসন, তাইজুল। ৪১- মিরাজ।
সর্বাধিক রান সংগ্রাহক:
বাংলাদেশের পক্ষে ২০১৮ সালে সাদা পোশাকে সবচেয়ে বেশি রান করেছেন
। ৪৪.৮৬ গড়ে ১৫ ইনিংস থেকে ৩ শতকে ৬৭৩ রান করেছেন তিনি। যা এক বর্ষপঞ্জিকায় তার সেরা সংগ্রহ। ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো এ ব্যাটসম্যান এর পুরস্কার হিসেবে জায়গা পেয়েছেন চলতি বছরের সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকার পঞ্চমস্থানে। ৪৯০ ও ৪৭৬ রান নিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে এর পরবর্তী দুটি অবস্থানেই রয়েছেন
ও মাহমুদউল্লাহ রিয়াদ। [caption id="attachment_62455" align="aligncenter" width="1112"]
শচীনকে ছাপিয়ে পন্টিং-হেইডেনদের পাশে মুমিনুল
২০১৮ সালে কোহলির সাথে যৌথভাবে সবচেয়ে বেশি (৪) শতক হাঁকিয়েছে মুমিনুল হক।
[/caption] একমাত্র ব্যাটসম্যান হিসেবে চলতি বছর ১ হাজার রান করার গৌরব অর্জন করার বিরাট কোহলি ১০৬৩ রান নিয়ে রয়েছেন সবার ওপরে।
২০১৮ সালে টেস্টে শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকা-
বিরাট কোহলি- ১০ টেস্ট ও ১৮ ইনিংসে ১০৬৩ রান। জো রুট- ১৩ টেস্ট ও ২৪ ইনিংসে ৯৪৮ রান। কুশাল মেন্ডিস- ১০ টেস্ট ও ১৯ ইনিংসে ৭৯৮ রান। জস বাটলার- ১০ টেস্ট ও ১৮ ইনিংসে ৭৬০ রান। মুমিনুল হক- ৮ টেস্ট ও ১৫ ইনিংসে ৬৭৩ রান।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.