অনভিজ্ঞ আয়ারল্যান্ডকে চাপে রেখে লাঞ্চ বিরতিতে বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে টেস্টে সাত নতুন ক্রিকেটারকে নিয়ে নেমেছে আয়ারল্যান্ড। অবশ্য টেস্ট যে অভিজ্ঞতাদের খেলা।

Afrid Mahmud Rifatক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-04-04T12:06:22+06:00
আপডেট হয়েছে - 2023-04-04T12:06:22+06:00
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম সেশনে আইরিশদের চাপেই রেখেছেন বাংলাদেশ। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল, এবাদত ও তাইজুল।
টেস্টে-ফিরেই-উইকেট-নিলেন-শরিফুল
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামল আয়ারল্যান্ড। আর প্রথম টেস্টেই সাত নতুন ক্রিকেটার (মুর জিম্বাবুয়ের হয়ে খেলেছেন) নিয়ে নেমেছে তাঁরা। প্রথম টেস্টে টসও জিতল আইরিশরা। টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত আইরিশ অধিনায়ক বালবির্নির।
আয়ারল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন ম্যাককলাম ও কমিন্স। ম্যাককলমের ছিল এটি দ্বিতীয় টেস্ট অন্যদিকে এটিই প্রথম কমিন্সের। তবে অভিষেক টেস্টে কিছুই করতে পারলেন না মুরে কমিন্স। দলীয় ১১ রানে শরিফুলের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন। রিভিউ নিলেও বাঁচতে পারেননি।
ম্যাককলম ও বালবির্নি টেস্ট মেজাজে ব্যাটিংয়ের চেষ্টা করেন। এরই ফাঁকে রিভিউও নষ্ট করে বাংলাদেশ। তবে ১০ ওভারে দলীয় ২৭ রানে দ্বিতীয় স্লিপে থাকা শান্তর হাতে ক্যাচ তুলে দেন ম্যাককলম। ৫ রান করা জেমস ম্যাককলমকে ফেরান এবাদত।
প্রথম ও দ্বিতীয় উইকেট পেতে বাংলাদেশের যতটানা সময় লেগেছে তৃতীয় উইকেট আসতে একটু বেশিই সময় লেগেছে। লাঞ্চ বিরতির পনেরো মিনিট আগে তাইজুলের বলে এলবিডব্লুর ফাঁদে পা দেন আইরিশ অধিনায়ক বালবির্নি।
তাইজুলের আবেদনে সাড়াও দেন আম্পায়ার। অবশ্য রিভিউ নিয়ে বাঁচার চেষ্টা করেন। কিন্তু রিভিউতে দেখা যায় উইকেট ‘আম্পায়ার্স কল’! অর্থাৎ আম্পায়ার যে সিদ্ধান্ত দিয়েছিলেন, সেটিতেই অনড় থাকতে হবে।
অনভিজ্ঞ দল নিয়েও লাঞ্চ সেশন যে খুব খারাপ কেটেছে তা বলা যাবে না। তিন উইকেটে ৬৫ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় আয়ারল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।