██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

অ্যাবট-হেডে ভর করে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে অজিরা।

অ্যাবট-হেডে ভর করে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

অ্যাবট-হেডে ভর করে প্রোটিয়াদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2023-09-03T21:37:19+06:00

আপডেট হয়েছে - 2023-09-03T21:37:19+06:00

South Africa vs Australia

সমাপ্ত
T20I3rd T20IAustralia tour of South Africa03-Sep-202312:00 PM

Kingsmead, Durban

South Africa
South Africa
190/8 (20)
Australia
Australia
191/5 (17.5)

Australia won by 5 wickets

ম্যান অব দ্য ম্যাচTravis Head (Australia)

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উইকেটে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। দাপুটে এই জয়ের মাধ্যমে প্রোটিয়াদের ঘরের মাঠে হোয়াইটওয়াশের স্বাদ দিল অজিরা।

 অস্ট্রেলিয়ার দাপুটে জয়। ছবি : গেটি ইমেজস

ডারবানের কিংসমেডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাটিংয়ে নেমে শুরুতেই গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান প্রোটিয়া ওপেনার টেম্বা বাভুমা। এরপর দলের ১২ রানের মাথায় আউট হন তিনে নামা ম্যাথু ব্রিটজকেও। তবে টিকে থাকা ওপেনার রেজা হেনড্রিক্স এক প্রান্ত ধরে খেলে যাচ্ছিলেন। তার আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৫১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।

হেনড্রিক্সের সাথে সেই সময়টায় ঝড় তুলেছিলেন এইডেন মার্করামও। দুজনের মারমুখি ব্যাটিংয়ে তৃতীয় উইকেট জুটিতে রান আসে ৫৮। ২৩ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন মার্করাম। পরে ত্রিস্টান স্টাবসকে সাথে নিয়ে এগোতে থাকেন হেনড্রিক্স। তবে ক্রিজে বেশিক্ষণ স্থায়ী হননি হেনড্রিক্স। দলের ১১৬ রানের মাথায় আউট হওয়ার আগে খেলেছেন ৩০ বলে ৪২ রানের দারুণ এক ইনিংস। স্টাবস ১৬ বলে ২৫ রান করে আউট হন। শেষ দিকে ঝড় তোলেন ডোনোভাব ফেরেইরা। তার মারমুখি ২১ বলে ৪৮ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৯০ রানের সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।

 

অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৩১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন শন অ্যাবট। এছাড়া ২ উইকেট তোলেন মার্কাস স্টয়নিস।

দাপুটে পারফরম্যান্স দেখিয়ে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়া। ছবি : গেটি ইমেজস

জবাব দিতে নেমে শুরুতে হোঁচট খেয়েছে অস্ট্রেলিয়াও। প্রথম বলে গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান ওপেনার ম্যাট শর্ট। তবে তার সঙ্গী ট্রাভিস হেড এদিন ছিলেন দারুণ ছন্দে। সাবলীল ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বোলিংকে ছিঁড়েখুঁড়ে ফেলছিলেন হেড। তিনে নামা মিচেল মার্শ অবশ্য এদিন বড় ইনিংস খেলতে পারেননি। ১২ বলে ১৫ রান করে দলীয় ৪৩ রানের মাথায় আউট হন মার্শ। কিন্তু হেডের তাণ্ডব চলছিলই। পাওয়ারপ্লের ৬ ওভার থেকে ২ উইকেট হারিয়ে ৬৩ রান তোলে অজিরা।

 



পাওয়ারপ্লে শেষেও চলছে হেডের মারমুখি ব্যাটিং। প্রোটিয়া বোলারদের কচুকাটা করে রান তুলেছেন হেড। চারে নেমে জশ ইংলিশ খেলেছেন ২২ বলে ৪২ রানের ইনিংস। অন্যদিকে ফিফটি হাঁকিয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকেন হেড। তার সামনে পাত্তাই পাচ্ছিলেন না প্রোটিয়া বোলাররা। একটু একটু করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছিলেন হেড।

হেডের টর্নেডোতে সহজ হয়েছে অজিদের জয়। ছবি : গেটি ইমেজস

ইনিংসের একদম শেষ দিকে গিয়ে আউট হয়ে সেঞ্চুরিটা হাতছাড়া করেছেন হেড। ৪৮ বলে ৯১ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে আউট হন হেড। অন্যদিকে ২১ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মার্কাস স্টয়নিস। ১৩ বল হাতে রেখে ৫ উইকেটের দাপুটে জয় পায় অস্ট্রেলিয়া।


দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট শিকার করেন বোরন ফরচুন এবং জেরাল্ড কোয়েটজে। এছাড়া ১ উইকেট শিকার করেন এইডেন মার্করাম।

 

এই জয়ের ফলে টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচের তিনটিই জিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। নিজেদের মাঠে অজিদের কাছে হোয়াটওয়াশের স্বাদ পেল দক্ষিণ আফ্রিকা।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি। বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

   


একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.