
আইপিএলের সময় পিএসএল আয়োজনের প্রস্তাব
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-05-05T16:01:05+06:00
আপডেট হয়েছে - 2024-05-05T16:01:05+06:00
পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের সূচিতে পরিবর্তন আসতে পারে। বর্তমানে ফেব্রুয়ারি-মার্চে আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের সময় পরিবর্তন করে এপ্রিল-মে এর দিকে নিয়ে যাওয়া হতে পারে। এই প্রস্তাবনা বাস্তবায়ন করা হলে আইপিএলের সাথে একই সময়ে চলবে পিএসএল। সেই সাথে আরও কিছু বিষয় নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে পিএসএলের সর্বশেষ সভায়। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
পিএসএলের সূচিতে আসতে পারে পরিবর্তন।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো পিএসএলের সূচির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ক্রিকইনফো জানিয়েছে, ৪ মে ছয় ফ্র্যাঞ্চাইজি এবং পিসিবির বোর্ডের সদস্যরা একটি সভায় বসেন। সেখানে সূচি পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি। সেক্ষেত্রে পিএসএল এপ্রিল-মে মাসের দিকে আয়োজন করার কথা জানিয়েছিল পিসিবি। তবে এক্ষেত্রে শুধু ২০২৫ সাল নয়, পাকাপাকিভাবে পিএসএলের উইন্ডো এপ্রিল-মে মাসের দিকে নিয়ে যেতে চাইছে পিসিবি। সভায় সূচি পরিবর্তনের বিষয়ে সম্মতি দিয়েছে একাধিক ফ্র্যাঞ্চাইজি। কিছু ফ্র্যাঞ্চাইজি এখনও সিদ্ধান্ত জানায়নি আবার কিছু ফ্র্যাঞ্চাইজি এর বিপক্ষে আছে।
বর্তমানে ফেব্রুয়ারি-মার্চের দিকে পিএসএল ছাড়াও চলে চারটি ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই সাথে ক্রিকেটারদের আন্তর্জাতিক সূচির ব্যস্ততা তো রয়েছেই। যার ফলে অনেক ভালো ক্রিকেটারদের পায় না পিএসএল। অন্যদিকে এপ্রিল-মে মাসের দিকে আইপিএল থাকায় ক্রিকেটারদের আন্তর্জাতিক ব্যস্ততা থাকে অনেক কম। ফ্র্যাঞ্চাইজি লিগের হিসাব করলে শুধু আইপিএলই চলে তখন। পিএসএল নিশ্চিতভাবেই আইপিএলকে ছাড়িয়ে চলে যায়নি। তবে আইপিএলের সাথে চলতে পারে। সেক্ষেত্রে আইপিএলে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা সহজেই পিএসএলে খেলতে আসতে পারবেন। এছাড়া ২০২৬ সাল থেকে নতুন দুই দলসহ ৮টি দল নিয়ে পিএসএল আয়োজন করার কথা রয়েছে। সেক্ষেত্রে আরও লম্বা সময় ধরে চালানো যাবে টুর্নামেন্ট। সুযোগ পাবেন আরও বেশি ক্রিকেটার।
মে মাসে পাকিস্তানে গরম বেশি থাকাটা একটি চিন্তার বিষয়। তবে এই সময়ে পাকিস্তানে আগেও ক্রিকেট খেলা হয়েছে। অনেকে সেপ্টেম্বরে আয়োজনের প্রস্তাব দিলেও সেখানে সময় কম এবং আন্তর্জাতিক ক্রিকেট চলমান থাকায় সাথে সাথেই বাতিল হয়েছে সেই প্রস্তাবনা। ফেব্রুয়ারি-মার্চে খেলা হলে আগামী কয়েক বছর পুরো পিএসএল খেলতে হত রমজান মাসে। যা ক্রিকেটারদের জন্য ভালো তো নয়ই, ব্যবসায়িক দিক থেকেও ক্ষতির। লিগের বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ রেভিনিউ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে পুরো খেলা রমজান মাসে হলে। এছাড়া মাঠে দর্শকের উপস্থিতিও কমে যেতে পারে।
এছাড়া সভায় আলোচনা হয়েছে আইপিএলের নিলামের পরে পিএসএলের ড্রাফট আয়োজনের। সেক্ষেত্রে কোন ক্রিকেটাররা আইপিএলে অবিক্রীত থেকে যাচ্ছেন তা আগে থেকে জানা যাবে এবং পিএসএলের দলগুলো সেসব ক্রিকেটারদের দিকে ঝুঁকতে পারবে। যেহেতু একই সময়ে আইপিএল আর পিএসএল ছাড়া অন্য কোনো লিগ নেই, সেক্ষেত্রে আইপিএলে দল না পেলে ক্রিকেটাররা পিএসএলে আসার জন্য আগ্রহী হবেন বলে ধারণা করা যাচ্ছে।
ক্রিকইনফো আরও জানিয়েছে, পিএসএলে খেলা ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানো হতে পারে। বর্তমানে সর্বোচ্চ পারিশ্রমিক ২ লাখ ২০ হাজার মার্কিন ডলার হলেও তা বেড়ে দাঁড়াতে পারে ৩ লাখ মার্কিন ডলার বা আরও বেশিও হতে পারে। এছাড়া পিএসএলের প্লে-অফের ম্যাচগুলো দেশের বাইরে আয়োজন করার প্রস্তাবনাও দেওয়া হয়েছে। সম্ভাব্য দেশ হিসেবে তালিকায় আছে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। এই দৌড়ে কিছুটা এগিয়ে আছে যুক্তরাজ্য। সেখানে দর্শকরাও পিএসএল দেখতে মাঠে আসবেন বলে আশা করা যাচ্ছে।
সবকিছুই প্রস্তাবনা, এখনও কিছুই বাস্তবায়ন হয়নি। তবে বাস্তবায়ন করা গেলে হয়ত নতুন ধাঁচের এক পিএসএল দেখতে যাচ্ছে ক্রিকেটবিশ্ব।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।