আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-08-27T21:19:01+06:00
আপডেট হয়েছে - 2024-08-27T21:44:01+06:00
আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ। আগামী ১ ডিসেম্বর দায়িত্ব নেবেন তিনি। ২০১৯ সালের অক্টোবর থেকে বিসিসিআইয়ের সেক্রেটারি ও ২০২১ সালের জানুয়ারি থেকে এসিসির সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
আইসিসির বর্তমান চেয়ারম্যান গ্রেগ বার্কলে দুই মেয়াদে নেতৃত্ব দিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। তিনি নতুন করে দায়িত্ব পালন করতে না চাওয়ায় জয় শাহ একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসি চেয়ারম্যান পদে প্রার্থিতা করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে কথা বলেছেন জয় শাহ। তিনি বলেন, ‘আমাকে আইসিসির চেয়ারম্যান হিসেবে বেছে নেওয়ায় আমি কৃতজ্ঞ। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে আমি আইসিসি টিম ও সদস্য দেশগুলোর সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি কঠিন সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি, যখন একাধিক ফরম্যাটের মধ্যে ভারসাম্য রাখা, উন্নত প্রযুক্তি গ্রহণ করা ও বৈশ্বিক বাজারে আমাদের বড় ইভেন্টগুলো পরিচয় করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো ক্রিকেটকে আগের চেয়ে আরও বেশি জনপ্রিয় করে তোলা।'
বিশ্বব্যাপী ক্রিকেটের প্রতি ভালোবাসা বৃদ্ধিতে কাজ করার ওপর জোরদার আরোপ করে জয় শাহ আরও জানান, লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তি খেলাটির পরিসর বাড়াতে সহায়তা করবে।
জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসি চেয়ারম্যান হলেও বিভিন্ন দেশের গণমাধ্যমে দাবি করা হচ্ছে, তিনি ক্ষমতা ও বল প্রয়োগ করে অনেকটা জোর করেই আইসিসি চেয়ারম্যান হয়েছেন। মূলত অভিযোগের তীর আসছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার গণমাধ্যম থেকে।
ইতিহাসের সর্বকনিষ্ঠ আইসিসি চেয়ারম্যান হিসেবে ইতিহাস গড়েছেন ৩৫ বছর বয়সী এই সংগঠক। পেশায় ব্যবসায়ী জয় শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে। ২০১৯ সালে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সেক্রেটারি হওয়ার পর থেকেই নানা কারণে ক্রিকেট দুনিয়ার খবরের শিরোনাম হয়েছেন তিনি।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।