██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

আমলাকে নিয়ে বই লিখতে পারবেন ডি ভিলিয়ার্স!

হাশিম আমলার বিদায়ে তাকে এক ক্রিকেটারের চেয়েও বেশি কিছু বলে জানালেন ডেল স্টেইন। আরেক সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্সও প্রশংসায় ভাসিয়েছেন আমলাকে।

আমলাকে নিয়ে বই লিখতে পারবেন ডি ভিলিয়ার্স!
নিশাত জাহান লিরা

নিশাত জাহান লিরাডেস্ক রিপোর্টার

প্রকাশিত হয়েছে - 2023-01-19T21:05:07+06:00

আপডেট হয়েছে - 2023-01-19T21:05:07+06:00

এক সময় ধারাবাহিকভাবে রান করা ও সেইসাথে ক্রিকেটের ব্যকরণ মেনে দর্শনীয় ব্যাটিংয়ে সবাইকে মুগ্ধ করে রাখতেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা। বুধবার ( ১৮ জানুয়ারি) সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন এই কিংবদন্তি ব্যাটার। তার বিদায়ে স সতীর্থরা গেয়েছেন তার গুনগান।

হাশিম আমলা
দুর্দান্ত এই ব্যাটারের অবসরে যেন আবেগপ্রবণ হয়ে পড়েছেন আমলার সতীর্থ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের অনেক ক্রিকেটাররা। সেইসাথে সবসময় এক ভদ্র ক্রিকেটার হিসেবে পরিচিতি পাওয়া আমলাকে সর্বকালের সেরা মানুষের একজন বলে আখ্যা দিলেন ডেল স্টেইন।


ব্যাটিং প্রতিভা ও রেকর্ডের কারণে আমলাকে মনে করা হয় দক্ষিণ আফ্রিকার এমনকি বিশ্ব ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটারদের একজন।জাতীয় দলের হয়ে টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটে ২৫টির বেশি সেঞ্চুরি হাঁকানো পাঁচজন ক্রিকেটারের মধ্যে আমলা একজন। যে তালিকায় আমলার সাথে আছেন শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ও বিরাট কোহলি।


সাদা পোশাকের ক্রিকেটে প্রোটিয়াদের হয়ে একমাত্র ট্রিপল সেঞ্চুরির রেকর্ড আছে আমলার। সেইসাথে জ্যাক ক্যালিসের পর টেস্টে জাতীয় দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও এই ডানহাতি ব্যাটার।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


এছাড়া আমলার ব্যাটিং গড় ছিল উল্লেখ করার মতো। কারণ টেস্ট ও ওয়ানডে উভয় ফরম্যাটেই ৪৫ এর বেশি গড়ে ৮০০০ এর বেশি রান করা দুজন ব্যাটারের মধ্যে একজন হলেন হাশিম আমলা। সেইসাথে ওয়ানডে ক্রিকেটের দ্রুততম ২০০০, ৩০০০, ৪০০০, ও ৫০০০ রানের মাইলফলক ছোঁয়ার কৃতি আছে আমলার দখলে।


আমলা সবশেষ ২০১৯ সালে জাতীয় দলের হয়ে খেলেন। এরপর আর প্রোটিয়াদের হয়ে মাঠে দেখা যায়নি তাকে। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে আমলা ছিলেন একজন ভদ্র ক্রিকেটার হিসেবে। তাই অবসরের পর ভালো মানুষের স্বীকৃতিও মিলেছে সাবেক সতীর্থের কাছ থেকে।


দক্ষিণ আফ্রিকার পেস কিংবদন্তি ডেল স্টেইন এক টুইটে লিখেছেন, “সে (আমলা) হয়ত এই টুইটটি দেখবে না। কিন্তু আমি তাকে বলতে চাই, সে একজন ক্রিকেটারের চেয়েও বেশি কিছু, সে সত্যিকার অর্থে সর্বকালের সেরা মানুষের একজন।”


৩৯ বছর বয়সে এসে অবসর নিলেন আমলা। অবসর নেওয়ায় আমলার সাবেক সতীর্থ ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের আবেগঘন টুইটার পোস্ট বেশ সাড়া ফেলেছে।


আমলাকে নিয়ে ডি ভিলিয়ার্স টুইটে লিখেছেন, “হাশিম আমলা.. কোথা থেকে শুরু করা যায়?”
হয়তো দিন, সপ্তাহ, মাস বা বছর লেগে যাবে। আমি তোমাকে নিয়ে বই লিখতে পারব।”


এছাড়া আমলার বিদায়ে টুইট করে শুভকামনা জানিয়েছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, জেসন রয়, আজহার মাহমুদ থেকে শুরু করে অ্যাঞ্জেলো ম্যাথিউজসহ আরও অনেকে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.