আরসিবির ব্যাটিং কোচ ও মেন্টর হলেন দীনেশ কার্তিক
২০২৪ আইপিএলের পর সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন দীনেশ কার্তিক

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-07-01T11:13:32+06:00
আপডেট হয়েছে - 2024-07-01T11:28:15+06:00
আইপিএলের ২০২৪ আসরের পরপরই সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার দীনেশ কার্তিক। সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণার এক মাসের মধ্যেই তার আইপিএলের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং কোচ ও মেন্টরের দায়িত্ব পেলেন দীনেশ কার্তিক। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
আইপিএলে ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন কার্তিক। ১৭ বছরের পথচলায় খেলেছেন সবগুলো আসরে। ব্যাট হাতে ২২টি ফিফটি করার পাশাপাশি ৪৮৪২ রান করেছেন তিনি। উইকেট কিপিংয়ে উজ্জ্বল এই ক্রিকেটার। ১৪৫টি ক্যাচের সাথে করেছেন ৩৭টি স্ট্যাম্পিং।
ভারতের হয়েও দীর্ঘদিন খেলেছেন দীনেশ কার্তিক। দেশের প্রতিনিধিত্ব করেছেন ১৮০ বার৷ যেখানে ৩৪৬৩ রানের পাশাপাশি করেছেন ১৭২টি ডিসমিসাল, জিতেছেন একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ।
কার্তিককে নেওয়ার ঘোষণা দিয়ে এক্সে আরসিবি জানিয়েছে, " আমাদের কিপারকে স্বাগতম, আরসিবিতে নতুন ভূমিকায় ফিরে আসলেন দীনেশ কার্তিক। ডিকে(দীনেশ কার্তিক) ব্যাটিং কোচ এবং মেন্টর হিসেবে কাজ করবেন।"
নিজের ৩৯তম জন্মদিনে অবসরের ঘোষণা দেন কার্তিক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেছিলেন, " অনেক চিন্তাভাবনার পর আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়াচ্ছি। আমি সামনের চ্যালেঞ্জ মাথায় নিয়ে নিজের অবসর ঘোষণা করছি। আমি আমার সকল কোচ, অধিনায়ক, নির্বাচক, সতীর্থ , সাপোর্ট স্টাফদের এই দীর্ঘ যাত্রাকে উপভোগ্য ও আনন্দিত করার জন্য ধন্যবাদ দিচ্ছি। লক্ষ-লক্ষ মানুষের মধ্যে থেকেও আমি নিজেকে ভাগ্যবান মনে করছি দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে।"
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।