‘আল্লাহ আমার প্রতি সবসময় দয়ালু’

‘আল্লাহ আমার প্রতি সবসময় দয়ালু’
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-14T12:31:54+06:00
আপডেট হয়েছে - 2024-06-14T12:31:54+06:00
মাঠের ক্রিকেটে কিছুটা কঠিন সময় যাচ্ছিল সাকিব আল হাসানের। ব্যাটে ছিল না রান, বল হাতেও মিলছিল না উইকেট। অবশেষে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচে নিজের চেনা ছন্দে ফিরেছেন সাকিব। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সাকিব আল হাসান।
ব্যাট হাতে ফিফটি হাঁকানোর পর বল হাতে দারুণ কিপটে
বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কারটা জিতেছেন সাকিব আল হাসান। বহুদিন পর নিজের এমন
পারফরম্যান্সে খুশি সাকিব। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আল্লাহর প্রতি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ আমার প্রতি সবসময় দয়ালু (হাসি)। এরকম পরিস্থিতি যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পেরেছি। জরুরি ছিল ২ পয়েন্ট পাওয়া, আমরা পেয়েছি। ৩ ম্যাচে যদি কেউ দেশ থেকে আসার আগে চিন্তা করত যে ৩ ম্যাচে ৪ পয়েন্ট আমাদের থাকবে, আমার মনে হয় এটা আমরা সবাই ভালোভাবে নিতাম। কীভাবে জিতেছি সেটা আমার কাছে অত গুরুত্বপূর্ণ মনে হয় না। বিশ্বকাপের মত মঞ্চে ২ পয়েন্ট পেয়েছেন ম্যাচটা জিতেছেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
ম্যাচের আগে সমালোচনা ঘিরে ধরেছিল সাকিবকে। এমন পারফরম্যান্স সেসব সমালোচনার উত্তর কিনা এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘একটা প্লেয়ার কখনও প্রশ্নের উত্তর দিতে আসে না। একটা প্লেয়ারের কাজ হল ব্যাটার হলে ব্যাটিং করা, দলের জন্য অবদান রাখা। সে যদি বোলার হয়, কাজ হচ্ছে বোলিং করা, উইকেটটা ভাগ্যের ব্যাপার থাকে। সে যদি ফিল্ডার হয় যখন সে ফিল্ডিং করে প্রতিটা রান সেইভ করা, যতগুলা ক্যাচ ওর কাছে যায় ততগুলা ধরা। এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নাই কাউকে। আমি মনে করি যে, বর্তমান প্লেয়ারের জন্য জরুরি হচ্ছে দলের হয়ে সে কতটা কৃতিত্ব রাখতে পারে। সেটা করতে না পারলে স্বাভাবিকভাবে কথা হবে। আমি মনে করি, এটা খুব বেশি একটা খারাপ কিছুও না।’
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় আগামী ১৭ জুন ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচ।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।