ইমপ্যাক্ট প্লেয়ার দর্শকদের জন্য দারুণ, কোচদের জন্য বিভীষিকাময় : পন্টিং
ইমপ্যাক্ট প্লেয়ার বাছাই করতে গলদঘর্ম হতে হচ্ছে কোচদের।

ইমপ্যাক্ট প্লেয়ার দর্শকদের জন্য দারুণ, কোচদের জন্য বিভীষিকাময় : পন্টিং
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-04-20T15:22:47+06:00
আপডেট হয়েছে - 2024-04-20T15:22:47+06:00
আইপিএলের গত আসর থেকে যুক্ত হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। এই নিয়মের পক্ষে-বিপক্ষে নানা ধরনের মতই আছে। কেউ এই নিয়মকে স্বাগত জানালেও কেউ কেউ হয়ে পড়ছেন বেশ বিরক্ত। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
রিকি পন্টিং।
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অনুযায়ী একটি দল চাইলে একজন ক্রিকেটার বেশি খেলাতে পারে। অর্থাৎ ১১ জনকে একাদশে রেখে ম্যাচ শুরু করলে পরে সেই ১১ জনের মধ্যে একজনকে বাইরে পাঠিয়ে নতুন একজন ক্রিকেটারকে নামিয়ে দেওয়া যাবে। নতুন এই নিয়মের ফায়দাটা সব দলই নিচ্ছে। আগে ব্যাট করলে ইনিংসের মাঝ বিরতিতে একজন ব্যাটারের পরিবর্তে নামিয়ে দিচ্ছে কোনো বোলারকে। অথবা আগে বোলিং করলে করছে উল্টোটা। তাতে দল লাভবান হচ্ছে ঠিকই তবে অনেকেই নতুন এই নিয়মে কিছুটা বিরক্ত।
সম্প্রতি ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে কথা বলেছেন দিল্লী ক্যাপিটালসের প্রধান কোচ রিকি পন্টিং। সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর সাথে আলাপকালে পন্টিং বলেন, ‘আমি এর উত্তর (ইমপ্যাক্ট প্লেয়ার) দুইভাবে দিতে পারি। লোকে এই বিষয়টি নিয়ে কী ভাবছে তা জানতে পারাটা বেশ মজার হবে। যদি দর্শকরা এটি পছন্দ করে এবং মনে করে এটি ভালো তাহলে এটি চলতে পারে।’
পন্টিং আরও বলেন, ‘যদি গড়পড়তা কোনো লোক বিষয়টি নিয়ে দ্বিধায় থাকে এবং বুঝতে না পারে যে কী চলছে, একজন ইমপ্যাক্ট প্লেয়ার, কেউ আসছে, কেউ চলে যাচ্ছে (তাহলে হয়ত এটি নিয়ে আবার চিন্তা করা যেতে পারে)। দিনশেষে আপনাকে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে যে সেখানে কী যাচ্ছে এবং লোকে কী দেখছে।’
পয়েন্ট টেবিলের ৬ষ্ঠ স্থানে আছে দিল্লী।
কিছুদিন আগে ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচটি আইপিএলের শিরোপা জেতানো ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের সাথে একমত পোষণ করেছেন পন্টিং। দিল্লীর কোচ জানান, ‘প্লেয়ার এবং কোচের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বিষয়টি সহজতর হত যদি আপনাকে শুধু সেরা ১১ জনকে নির্বাচন করতে হত। সেরা ১১ জন বাছাই করুন এবং মাঠে গিয়ে খেলুন। কারণ এখন আমাদের ট্রেনিংয়ের শেষে দল নির্বাচনের শেষে পাঁচজন ইমপ্যাক্ট প্লেয়ার নির্বাচন করতে হবে। এখানে ভিন্ন ভিন্ন অনেক উপায়ে ভিন্ন ভিন্ন কম্বিনেশন তৈরি করা যায়। ফলে এটা আসলে অনেকটা বিভীষিকাময়।’
ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে লাভবান হয়েছে বেশ কিছু দল। বিশেষ করে সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্সের মত পাওয়ার হিটারে সমৃদ্ধ দলগুলো ইমপ্যাক্ট প্লেয়ারের ফায়দা লুটেছে সবচেয়ে বেশি। ব্যাঙ্গালুরুতে ৫৪৯ রানের রেকর্ডগড়া এক ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ২৫ রানে হারায় সানরাইজার্স হায়দরাবাদ।
ব্যাঙ্গালুরুর সেই ম্যাচের খবর পৌঁছে যায় পন্টিংয়ের কাছেও। পরে ইমপ্যাক্ট প্লেয়ারের প্রসঙ্গে টেনে রিকি পন্টিং বলেন, ‘আমার কাছে মনে হয় (ইমপ্যাক্ট প্লেয়ার) খেলায় ইমপ্যাক্ট রাখছে। এখানে অনেক রান হচ্ছে। যার ফলে মনে হবে যারা বসে বসে খেলা দেখছে তাদের হয়ত দারুণ লাগছে। আমি গত রাতে মেসেজ পাচ্ছিলাম যে কী দারুণ একটি খেলা, অবিশ্বাস্য ক্রিকেট ম্যাচ। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার যদি খেলাকে আরও বেশি দর্শনীয় করে তোলে, তাহলে এটির থেকে যাওয়া উচিত।’
পন্টিংয়ের দল দিল্লী ক্যাপিটালস ৭ ম্যাচের মধ্যে ৩ জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে রয়েছে। পরবর্তী ম্যাচে ২০ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে দিল্লী।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।