উইলিয়ামসন-নিকোলসের জোড়া দ্বিশতকে কিউইদের রানের পাহাড়
একই দিনে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন দুজন। রানের বিশাল পাহাড় গড়েছে নিউজিল্যান্ড, চাপে শ্রীলঙ্কা।

উইলিয়ামসন-নিকোলসের জোড়া দ্বিশতকে কিউইদের রানের পাহাড়
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2023-03-18T13:13:25+06:00
আপডেট হয়েছে - 2023-03-18T13:13:25+06:00
New Zealand vs Sri Lanka
Basin Reserve

New Zealand
580/4d (123)

Sri Lanka
164/10 (66.5) 358/10 (142)
New Zealand won by an inning and 58 runs.
ম্যান অব দ্য ম্যাচ | Henry Nicholls (New Zealand) |
একই দিনে জোড়া ডাবল সেঞ্চুরির দেখা পেল ওয়েলিংটন টেস্ট। কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসের অনবদ্য দুটি ডাবল সেঞ্চুরিতে চড়ে প্রথম ইনিংসে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে শুরুতেই বেশ চাপে পড়ে গেছে শ্রীলঙ্কা।
উইলিয়ামসন ও নিকোলস দুজনই হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। ছবিঃ গেটি ইমেজস
ম্যাচের প্রথম দিনের বেশিরভাগ সময় ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তবে দ্বিতীয় দিনে খেলা হয়েছে ভালোমতই। ২ উইকেটে ১৫৫ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। ক্রিজে টিকে ছিলেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলস। দিনের শুরুটাও দারুণভাবে করেন এই দুই ব্যাটার। সাবলীল ব্যাটিংয়ে দলের বোর্ডে রান তুলছিলেন। লঙ্কান বোলারদের দেননি কোনো সুযোগ।
শুধুই মুগ্ধতা ছড়াচ্ছিল উইলিয়ামসন-নিকোলসের ব্যাটিং। একদম টেস্ট মেজাজে ব্যাট চালাননি তারা। ছিলেন কিছুটা আক্রমণাত্মক, নিয়েছেন কার্যকরী ঝুঁকি, খেলেছেন বেশ সাবলীলভাবে। লঙ্কান বোলারদেরকে কোনো সুযোগ না দিয়ে রান তুলে গেছেন শুধু। আগে ফিফটি ছুঁয়েছেন উইলিয়ামসন, পরে ছুঁয়েছেন নিকোলস।
নিকোলস ফিফটি ছুঁতে ছুঁতে উইলিয়ামসন সেঞ্চুরির কাছাকাছিও চলে গিয়েছিলেন। পরে ছুঁয়ে ফেলেন তিন অঙ্কের সেই ম্যাজিক ফিগারটাও। সেঞ্চুরি হাঁকালেও কোনো থামাথামি নেই। ওয়েলিংটনে এদিন যেন রানের বন্যা বইয়ে দেওয়ার পণ করেই নেমেছিলেন উইলিয়ামসন। অন্য প্রান্ত থেকে সেঞ্চুরির দিকে আগাচ্ছিলেন নিকোলসও।
উইলিয়ামসন-নিকোলসময় দিন দেখেছে ওয়েলিংটন টেস্ট। ছবিঃ গেটি ইমেজস
সাবলীল ব্যাটিংয়ে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন নিকোলসও। ততক্ষণে ডাবল সেঞ্চুরির খুব কাছে পৌঁছে গেছেন উইলিয়ামসন। ইনিংসজুড়ে নিজের দুর্দান্ত ব্যাটিং শৈলী দেখিয়ে চলা উইলিয়ামসন ডাবল সেঞ্চুরিটাও ছুঁয়ে ফেলেন অবশেষে। ডাবলটা পাওয়ার কিছুক্ষণ পরে অবশ্য থামতে হয়েছে তাকে। তবে আউট হওয়ার আগে যেই অনবদ্য ইনিংসটা খেলে গেছেন উইলিয়ামসন তা বেশ স্মরণীয়ই হয়ে থাকবে।
দলীয় ৪৮১ রানের মাথায় ২৯৬ বলে ২১৫ রানের অসাধারণ ইনিংস খেলা উইলিয়ামসন আউট হন। ভাঙ্গে তৃতীয় উইকেটে উইলিয়ামসন-নিকোলসের ৩৬৩ রানের অনবদ্য এক জুটি। নিকোলসকে অবশ্য থামানো যায়নি। কিছুটা আগ্রাসী ব্যাটিং করে ডাবল সেঞ্চুরিটা তুলে নিয়েছেন তিনিও। আর নিকোলসের ডাবলের পরই ইনিংস ঘোষণা করে দেয় নিউজিল্যান্ড। শেষদিকে ১২ বলে ১৭ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল এবং ১৭ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন টম ব্লান্ডেল। ২৪০ বলে ২০০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন নিকোলস। প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৫৮০ রানের এভারেস্টসম সংগ্রহ দাঁড় করায় কিউইরা। একই ইনিংসে দুই ব্যাটারের ডাবল সেঞ্চুরি এই নিয়ে ১৭তম বার দেখল টেস্ট ক্রিকেট।
শ্রীলঙ্কার হয়ে ১২৬ রান খরচায় ২ উইকেট নেন কাসুন রাজিথা। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন ধনঞ্জয়া ডি সিলভা এবং প্রবাথ জয়সুরিয়া।
শেষ বিকেলে লঙ্কানদের দুই উইকেট তুলে নিয়েছেন কিউই বোলাররা। ছবিঃ গেটি ইমেজস
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ নড়বড়ে হয়েছে শ্রীলঙ্কার। দলের ১৩ রানের মাথায় ফিরে গেছেন ওপেনার ওশাদা ফার্নান্দো। ৩২ বলে ৬ রান করেন তিনি। তিনে নেমে ধুঁকতে থাকা কুশল মেন্ডিসও আউট হয়ে গেছেন। ১০ বল খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন কুশল। পরে চারে নামা প্রবাথ জয়সুরিয়াকে সাথে নিয়ে দিনের বাকি সময়টা পার করে দেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। দিনের খেলা শেষে ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা। এখনও নিউজিল্যান্ডের চেয়ে ৫৫৪ রানে পিছিয়ে আছে তারা।
কিউইদের হয়ে ১টি করে উইকেট শিকার করেছেন ম্যাট হেনরি এবং ডগ ব্রেসওয়েল।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ইতোমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।