██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

'উনার যোগ্যতা কি আমাকে নিয়ে প্রশ্ন করার', বুলবুলকে নিয়ে সুজন

'উনার যোগ্যতা কি আমাকে নিয়ে প্রশ্ন করার', বুলবুলকে নিয়ে সুজন
বিডিক্রিকটাইম স্টাফ

বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট

প্রকাশিত হয়েছে - 2022-09-12T21:52:42+06:00

আপডেট হয়েছে - 2022-09-12T21:56:17+06:00

জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের ভূমিকা নিয়ে সম্প্রতি প্রশ্ন তুলেছিলেন জাতীয় দলের আরেক সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। এবার সুজন ক্ষোভ প্রকাশ করলেন বুলবুলের প্রতি। দুই সাবেকের এই লড়াইয়ের আঁচ বেশ ভালোভাবেই লেগেছে ক্রিকেট অঙ্গনে। 

এশিয়া কাপ চলাকালে এক সাক্ষাৎকারে বুলবুল দাবি করেছিলেন, সুজনকে কেন টিম ডিরেক্টর হিসেবে দলের সাথে রাখা হচ্ছে, দলের তার ভূমিকাই বা কী, তা তার কাছে স্পষ্ট নয়। বাংলাদেশ দলের টিম ডিরেক্টর হিসেবে সুজনকে রেখে কোনো ফায়দা হচ্ছে না বলেও দাবি করেছিলেন তিনি।

সোমবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হলে সুজনকে প্রশ্ন করা হয়েছিল বুলবুলের এই বক্তব্যের বিষয়ে। প্রশ্নের জবাব দিতে গিয়ে বুলবুলকে একহাত নিয়েছেন একাধারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করে যাওয়া সুজন। 

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

সুজনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার জবাবে সুজন উল্টো বুলবুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। টিম ডিরেক্টরের দায়িত্ব বোর্ডের চাওয়াতেই দেওয়া হয়েছে, এমনটি উল্লেখ করে তিনি বলেন, 'আমি বিসিবিতে আছি, আমি তো নির্বাচিত পরিচালক। ওখান থেকে আমাকে টিম ডিরেক্টর করা হয়েছে। বোর্ডের প্রেসিডেন্ট আমাকে দায়িত্ব দিয়েছেন, উনি কেনো আমাকে দায়িত্ব দিয়েছেন বলতে পারব না। এটা তো আমি চেয়ে নেইনি। আমি তো বাচ্চা না। আমি তো এটার জন্য কান্নাকাটি করব না।'

বুলবুলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে টিম ডিরেক্টর আরও বলেন, 'উনার কি যোগ্যতা আছে আমার ব্যাপারে কথা বলার, সেটাই আমি জানি না আসলে। উনার যোগ্যতা নিয়ে আমার প্রশ্ন আছে।'

আইসিসিতে চাকরি নিয়ে বুলবুল দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেট নিয়ে কাজ করছেন। একাধিকবার বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও কখনো সেই পথে পা মাড়ানো হয়নি। ক্লাব ক্রিকেট পর্যায়ে কাজ করলেও জাতীয় দলে কোনো ভূমিকায় দায়িত্ব পাননি কখনো। সুজন দাবি করলেন, বুলবুলকে দেশের ক্রিকেট নিয়ে কাজ করার প্রস্তাব দিয়েছিলেন স্বয়ং নিজেই, তবে সেই প্রস্তাবে সাড়া দেননি। 

সুজন জানান, 'আমি খেলা ছাড়ার পর থেকেই ক্রিকেটের সঙ্গেই আছি। ন্যুনতম একটা বেতনে সাড়ে ৪ বছর বিসিবিতে কাজ করেছি। আপনাদের মাধ্যমেই সবসময় শুনি, উনি বাংলাদেশে কাজ করতে চান। আমার তো এগুলো সম্পর্কে অনেক অভিজ্ঞতা। আমি নিজেই উনাকে প্রস্তাব দিয়েছি বাংলাদেশে কাজ করতে। উনি কোনোদিনই আমাকে জানাননি যে কাজ করতে চান।'

বাংলাদেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ানের প্রতি ক্ষোভ প্রকাশ করে সুজন বলেন, 'উনি প্রতিবারই এরকম হাইপ তোলেন। কিন্তু আমাকে বলুন- উনি কোন আন্তর্জাতিক খেলোয়াড়ের সঙ্গে কাজ করেছেন?'

আন্তর্জাতিক ক্রিকেটারদের সাথে কাজ করার ক্ষেত্রে বুলবুলের চেয়ে নিজেকেই বেশি অভিজ্ঞতাসম্পন্ন মনে করেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, 'উনি আন্তর্জাতিক খেলোয়াড়দের সঙ্গে একবারই কাজ করেছেন, যেবার আবাহনীর সঙ্গে কাজ করেছেন। এছাড়া উনি চীন, ব্যাংকক, ফিলিপাইন... ওখানে অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৫ ছেলেমেয়েদের সঙ্গে কাজ করেছেন। ওখানে আন্তর্জাতিক ক্রিকেটার কোথায় পেলেন। সুতরাং ওনার যোগ্যতাটা কোথায়? আমি অনেক আন্তর্জাতিক ম্যাচে কাজ করেছি। বাংলাদেশের (অন্তর্বর্তীকালীন) হেড কোচও ছিলাম।'

বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.