
উড়ছেন ভিন্স, গালফ জায়ান্টসের তিনে তিন
বিডিক্রিকটাইম স্টাফ বিডিক্রিকটাইম রিপোর্ট
প্রকাশিত হয়েছে - 2023-01-20T17:59:08+06:00
আপডেট হয়েছে - 2023-01-20T17:59:08+06:00
আইএল টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের জয়যাত্রা অব্যাহত। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে শারজায় আগে ব্যাট করে ১৮১ রান তোলে তারা। এরপর প্রতিপক্ষকে ৮০ রানে গুটিয়ে দিয়ে জয় পায় ১০১ রানে।
উড়ছে গালফ জায়ান্টস। ছবিঃ গেটি ইমেজস
ব্যাটিংয়ে গালফের অধিনায়ক জেমস ভিন্স সর্বোচ্চ ৭৬ রান করেন ৪৮ বল খেলে। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি, ইনিংসে ছিল চারটি করে চার ও ছয়। শেষ দিকে শিমরন হেটমায়ারের ১৯ বলে ২ চার ও ৩ ছয়ে সাজানো ৩৭ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ অবদান রাখে। এছাড়া ক্রিস লিন করেন ২৫ রান।
গালফের ছয় উইকেটের মধ্যে দুটি করে নেন ইসুরু উদানা ও আকিফ রাজা।
আগের ম্যাচে ১৮২ রান করেও গালফের কাছে হারা দুবাই এবার একশও করতে পারেনি। প্রথম দুই ম্যাচে দারুণ ব্যাটিং করা রবিন উথাপ্পা মাত্র ১ রান করেন। এরপর ডেভিড উইজ ভাঙেন ব্যাটিং লাইন। পঞ্চম ওভারে তার জোড়া আঘাতে পর আর উঠে দাঁড়াতে পারেনি দুবাই।
কেবল জো রুট (২০) ও দাসুন শানাকা (২৩) দুই অঙ্কের ঘরে রান করেন। পরের সর্বোচ্চ ৭ রান আসে উদানার ব্যাটে। ১৫তম ওভারে প্রথম তিন বলে দুটি উইকেট তুলে নিয়ে দুবাইকে গুটিয়ে দেন ক্রিস জর্ডান।
জর্ডানের সঙ্গে সমান তিনটি উইকেট পান উইজ। দুটি পান রিচার্ড গ্লিসন।
তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে গালফ। দুই পয়েন্ট পাওয়া দুবাই আছে চার নম্বরে।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।