██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

শুভাগত-মজিদের শতকে ৩৩৩ রানে জিতল ঢাকা বিভাগ

জাতীয় ক্রিকেট লিগে প্রথম স্তরের ম্যাচে বড় হারের স্বাদ পেয়েছে সিলেট বিভাগ। রংপুর বিভাগ থেকে পিছিয়ে আছে চট্টগ্রাম বিভাগ।

শুভাগত-মজিদের শতকে ৩৩৩ রানে জিতল ঢাকা বিভাগ
নিশাত জাহান লিরা

নিশাত জাহান লিরাডেস্ক রিপোর্টার

প্রকাশিত হয়েছে - 2022-11-09T23:30:19+06:00

আপডেট হয়েছে - 2022-11-10T18:59:35+06:00

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম স্তরের ম্যাচে বুধবার ঢাকা বিভাগের কাছে বড় ব্যবধানে হারের স্বাদ পেয়েছে পয়েন্ট তালিকায় সবার উপরে থাকা সিলেট বিভাগ। ঘরের মাঠ সিলেটে পঞ্চম রাউন্ডে নির্ধারিত দিনের একদিন বাকি থাকতেই ৩৩৩ রানের বড় হারের স্বাদ পেয়েছে স্বাগতিক দল।

মজিদ


যদিও লিগ জেতার দৌড়ে পয়েন্ট তালিকায় এখনও ১ নম্বরেই আছে সিলেট। পাঁচ ম্যাচে দুটি করে জয ও ড্র আর এক হারে ২১ পয়েন্ট নিয়ে টায়ার-১ এ সবার উপরে আছে তারা।


ম্যাচের শুরুতে টসে জিতে প্রথমে ঢাকা বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট। প্রথম ইনিংসে সিলেটের দারুণ বোলিংয়ে মাত্র ১১৩ রানেই গুটিয়ে যায় ঢাকা। এনামুল হক জুনিয়র একাই নেন ৫ উইকেট আর ৩ উইকেট নিয়ে তাকে সঙ্গ দেন আবু জায়েদ চৌধুরী।

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।


কিন্তু নিজেদের প্রথম ইনিংসে ঢাকার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি সিলেটের ব্যাটাররা। মাত্র ৭৬ রানেই অলআউট হয় তারা। ঢাকার হয়ে সালাউদ্দিন শাকিল ৫ ও সুমন খান নেন ৪ উইকেট।


দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় ঢাকা। অধিনায়ক মাহিদুল ইসলাম অংকন আর শুভগত হোমের জোড়া শতকে ভর করে ৪৫৭ রান তুলে দল। অংকন ২৭৭ বলে ১৭৬ আর শুভগত ১৮২ বলে ১৪৫ রানের ইনিংস খেলেন।


৪৯৫ রানের বড় লক্ষ্যের চাপে পড়ে দ্বিতীয় ইনিংসেও ছন্নছাড়া ব্যাটিং করে জাকির হাসানের দল। আবারও সুমন আর শাকিলের বোলিং তোপে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় সিলেট। একমাত্র ওপেনার তৌফিক খান তুষারের করা ৫৮ রানের ইনিংস ছাড়া ব্যাট হাতে সুবিধা করতে পারেননি তেমন কেউই। অধিনায়ক জাকির করেন ৩২ রান। সিলেটের বিপক্ষে আবারও আগুনঝরা বোলিং করে ৩১ রানে ৩ উইকেট সুমন আর শাকিল ৫২ রান শিকার করেন ৩ উইকেট।


সংক্ষিপ্ত স্কোর:


ঢাকা বিভাগ- ১১৩ ও ৪৫৭ (মাহিদুল ইসলাম অংকন ১৭৬, শুভগত হোম ১৪৫; মহিউদ্দিন তারেক ১১৪/৪)

সিলেট বিভাগ (লক্ষ্য ৪৯৫)- ৭৬ ও ১৬১ ( তৌফিক খান তুষার ৫৮; সুমন খান ৩১/৩, সালাউদ্দিন শাকিল ৫২/৩)

শুভাগত
বুধবার প্রথম স্তরের অন্য ম্যাচে রংপুর বিভাগের চেয়ে ৪১ রানে পিছিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে গড়াচ্ছে রংপুর-চট্টগ্রাম ম্যাচ।


২৬৪ বল খেলে দারুণ এক সেঞ্চুরির ইনিংস খেলন পিনাক ঘোষ। কিন্তু তাতেও রংপুরের ২৬৩ রানের লিড থেকে দূরে আছে চট্রগ্রাম।


এ ম্যাচের প্রথমদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম। প্রথম ইনিংসে মাত্র ১০০ রানেই অলআউট হয় ইরফান শুকুরের দল। পারভেজ হোসেন ইমন ৩৩ ও মোহাম্মদ সাইফউদ্দিন ২২ রান করেন। বল হাতে মাত্র ১৩ রান খরচায় ৫ উইকেট নিয়ে রংপুরকে চালকের আসনে রাখেন রবিউল হক।


নিজেদের প্রথম ইনিংসে জাতীয় দলের এক সময় নিয়মিত মুখ মোহাম্মদ নাইম ইসলামের অপরাজিত ১৩১ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ৩৬৩ রানে ইনিংস ঘোষণা করে রংপুর।


২৬৩ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করা চট্টগ্রামের দুই ওপেনার পিনাক ও সৈকত আলি ১৭৪ রানের জুটি গড়েন। সৈকত ৭৮ করে আউট হলেও সেঞ্চুরি হাঁকান পিনাক। ১০৩ রান করে নাসির হোসের বলে ক্যাচ আউট হন এই বাঁহাতি।


পিনাকের উইকেটের দলীয আরও ২১ রানের মধ্যেই দুই উইকেটের পতন হয় চট্টগ্রামের। তৃতীয় দিন শেষে তারা তুলেছে ৪ উইকেটে ২২২ রান।


সংক্ষিপ্ত স্কোর:

চট্টগ্রাম বিভাগ- ১০০ ও ২২২/৪ (পিনাক ঘোষ ১০৩ ; নাসির হোসেন ৩৭/২)

রংপুর বিভাগ – ৩৬৩/৭ (ডি.) ( মোহাম্মদ নাইম ইসলাম ১৩১*; মেহেদি হাসান ৭৪/৩)

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.