এভাবে খেললে সমর্থকরা পালাবে : রমিজ রাজা

Siam ChowdhurySenior Sub-Editor
প্রকাশিত হয়েছে - 2024-08-26T15:16:37+06:00
আপডেট হয়েছে - 2024-08-26T15:16:37+06:00
বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে ধুয়ে দিয়েছেন সাবেক পিসিবি প্রধান ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা। তিনি মনে করেন, বাংলাদেশের জয়ে বাংলাদেশের কৃতিত্ব যেমন আছে, তেমনি পাকিস্তানেরও অবদান আছে। বাংলাদেশের কাছে সিরিজ হারলে পাকিস্তানের ক্রিকেটে যে ছিঃ ছিঃ রব পড়ে যাবে, তা নিয়ে শঙ্কিত রমিজ।
রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ঘোষণা করে ১০ উইকেটে হেরেছে পাকিস্তান। এতে দলটিকে নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে।
রমিজ বলেন, ‘জয়ের বদলে কীভাবে পরাজয়কে টেনে আনা যায়, তা শুধু পাকিস্তানই পারে। পাকিস্তান এটার জন্য বিখ্যাত। এবার নতুন হলো এমন তো নয়। টেস্ট ক্রিকেটের পঞ্চম দিনে গিয়ে তাদের হয় ব্যাটিং ফ্লপ হয়, কখনও বোলিং ফ্লপ, ২০১৮ সালে শারজায় নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৫ রান প্রয়োজন ছিল সেখানে শেষ দিনে ১৭১ রানে অলআউট হয়ে যায়। ৪ রানে ম্যাচ হারে, প্রথম ইনিংসে ৯০ রানের লিড নেওয়ার পরও। যখনই চাপ পড়ে ভেঙে যায়। এটা সিরিয়াস প্রবলেম হয়ে দাঁড়িয়েছে।’
র্যাংকিংতে পাকিস্তানের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। অতীতে ১২ ম্যাচ হেরেছে, আবার ছিল না কোনো জয়। নিজেদের ১৪তম ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগাররা। সেই বাংলাদেশের সামনে 'এক্সপোজড' হয়ে যাওয়ায় পাকিস্তানকে নিয়ে হতাশ রমিজ।
তিনি বলেন, ‘রিজওয়ান তো সবসময় খেলে দিবে না। র্যাংকিংয়ে নিচে থাকা দলের বিপক্ষে পাকিস্তান এক্সপোজড হয়ে যায়। এক ইনিংস ভালো খেললে আরেক ইনিংস ভালো খেলে না। এক ইনিংসে ভালো বল করলে পরের ইনিংসে ফ্লপ। বাংলাদেশ তাদের টেম্পারমেন্ট দেখিয়েছে। তাদের অনেক অনেক অভিনন্দন। তবে বাংলাদেশের এই জয়ে পাকিস্তানের অনেক অবদান আছে।’
রমিজ আরও বলেন, 'বাংলাদেশের কাছে হারলে পাকিস্তানের ক্রিকেট আরও চাপে পড়ে যাবে। এভাবে খেলতে থাকলে সমর্থকরা পালাবে। বাংলাদেশের বিপক্ষে জিতলে সবাই বলবে এ আর এমন কী। হারলে সব শেষ। এই ম্যাচের ভুল থেকে শিখে পরের ম্যাচে কাজে লাগাও।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।