ওয়ার্নার-স্টার্কে মুগ্ধ কামিন্স
বড় টুর্নামেন্টে দুজনের ধারাবাহিক পারফরম্যান্সে মুগ্ধ কামিন্স।

ওয়ার্নার-স্টার্কে মুগ্ধ কামিন্স
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-06-21T15:26:45+06:00
আপডেট হয়েছে - 2024-06-21T15:26:45+06:00
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে আসা অস্ট্রেলিয়া এবার সুপার এইট পর্বটাও শুরু করেছে দাপট দেখিয়ে। বাংলাদেশের বিপক্ষে ২৮ রানের জয়ে সুপার এইটে শুভসূচনা করেছে অস্ট্রেলিয়া। দাপুটে ক্রিকেট খেলে টাইগারদের ধরাশায়ী করেছে অজিরা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
সুপার এইটের প্রথম ম্যাচে অজিদের কাছে হেরেছে টাইগাররা।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ দাঁড় করায় ১৪০
রানের পুঁজি। ব্যাট হাতে আরও একবার সংগ্রাম করেছে বাংলাদেশের টপ অর্ডার। অজি পেসার
প্যাট কামিন্সের হ্যাটট্রিকও বাংলাদেশকে ঠেলে দিয়েছে ব্যাকফুটে। যার ফলে টেনেটুনে
১৪০ রান পর্যন্ত যেতে পেরেছে টাইগাররা।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া পায় উড়ন্ত সূচনা। মারমুখি ব্যাটিংয়ে বাংলাদেশের বোলারদের কচুকাটা করে রান তুলতে থাকেন অজি ব্যাটাররা। মাঝে বৃষ্টির বাগড়ায় খেলা একাধিকবার বন্ধ হলেও জয়ের বন্দোবস্তটা সেরে রেখেছিল অজিরা। ১২তম ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান তোলা অস্ট্রেলিয়া বৃষ্টির কারণে আর ব্যাটই করতে পারেনি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে শেষমেশ ২৮ রানে জয়লাভ করে অজিরা।
ক্যারিয়ারের শেষ ভাগে থাকা ডেভিড ওয়ার্নার ৩৫ বলে ৫৩ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন। ফিফটি হাঁকানো ওয়ার্নারকে নিয়ে ম্যাচ শেষ মুগ্ধতার কথা জানিয়েছেন হ্যাটট্রিক করা পেসার প্যাট কামিন্স। ম্যাচের পর সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আইসিসির ইভেন্টে তার (ওয়ার্নার) ক্যারিয়ারে সে সবসময়ই রানের দিক থেকে উপরের দিকে ছিল। সে যেভাবে ব্যাট হাতে চড়াও হচ্ছিল বিষয়টা আমার ভালো লেগেছে। সে সবসময় রানের জন্য ক্ষুধার্ত, বিশেষ করে এসব টুর্নামেন্টে। হতে পারে এটা তার শেষ টুর্নামেন্ট। সে দারুণ ফর্মে আছে ব্যাপারটা দারুণ লাগছে।’
নিজের বোলিং পার্টনার মিচেল স্টার্কেরও ভূয়সী প্রশংসা করেছেন কামিন্স। তিনি বলেন, ‘এখানে একটি বড় কারণ দীর্ঘদিন ধরে খেলে যাওয়া। বিষয়টা একদমই সহজ নয় যখন আপনি ১২ বছর ধরে খেলে যাচ্ছেন। সে সবগুলো টুর্নামেন্টের জন্য সবসময় ফিট ছিল। সাদা বলের টুর্নামেন্টগুলোয় সে যেকোনো দলকে ছিঁড়েখুঁড়ে ফেলতে পারে। গুরুত্বপূর্ণ মুহূর্তে যখনই আমাদের তাকে দরকার হয় সে তখনই দায়িত্ব নিয়েছে। সে ক্লাস বোলার, উইকেটও নিচ্ছে, খেলেছেও অনেক দিন।’
প্যাট কামিন্স।
দলের মোমেন্টাম প্রসঙ্গে কামিন্স বলেন, ‘(মোমেন্টাম) ভালোভাবে
গড়ে উঠছে। আমাদের যা যা করা সম্ভব ছিল সম্ভবত আমরা সবকিছুই করতে পেরেছি। আজকে আমার
মনে হয় খুবই পরিপাটি পারফরম্যান্স ছিল। অবশ্যই ২ পয়েন্ট পাওয়ার সাথে ভালো রান রেটও
ভালো ব্যাপার। এই টুর্নামেন্টে বিষয়টা ভালো ব্যাপার। এখনও পর্যন্ত আমরা ১২ বা ১৩
জন ক্রিকেটারকে ব্যবহার করেছি যারা নিজেদের ভূমিকাটা পালন করেছে সেখান থেকে তারা
আত্মবিশ্বাস খুঁজে নিতে পারবে চাইলে। আমার মনে হয় আমরা ভালো অবস্থানে রয়েছি।’
অ্যান্টিগার উইকেট এবার বোলারদের খুব বেশি সাহায্য করেনি। যার ফলে ব্যাটাররা শট খেলেছেন, রানও পেয়েছেন। এবারের বিশ্বকাপের বেশিরভাগ উইকেট যেখানে বোলারদের দু হাত ভরে দিয়েছে সেখানে এমন ভিন্ন উইকেটে খেলতেও আপত্তি নেই কামিন্সের। তিনি বলেছেন, ‘আসলে একজন বোলার হিসেবে আপনি সবসময় তথ্য পেতে চাইবেন। একেক দ্বীপে একেক ধরনের পিচ রয়েছে। এর ফলে আপনি প্রতিটি ম্যাচ শেষে বিভিন্ন ধরনের পদ্ধতি শিখতে পারবেন। ফলে টুর্নামেন্ট যত আগাবে ততই প্রতিনিয়ত আরও ভালো হওয়ার সুযোগ থাকবে আপনার সামনে। নিজের গেমপ্ল্যান আরও ভালো করে নিজেকে আরও ভালো কিছুর সুযোগ দিতে পারবেন হয়ত।’
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের
সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর
থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার
ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং
দিয়ে উৎসাহী করুন।