কামিন্স তোপে প্রথম দিনেই অলআউট পাকিস্তান

Azmal Tanjim Shakirপ্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2024-01-03T14:24:43+06:00
আপডেট হয়েছে - 2024-01-03T14:24:43+06:00
ডেভিড ওয়ার্নারের শেষ টেস্টের শুরুটা দারুণ হয়েছে অস্ট্রেলিয়ার। সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনই পাকিস্তানকে অলআউট করে দিয়েছে অজিরা। স্বাগতিকদের হয়ে পাঁচ উইকেট নিয়ে এ কাজে নেতৃত্ব দিয়েছেন ক্যাপ্টেন প্যাট কামিন্স।
টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই মিচেল স্টার্কের আউটসুইংয়ে ড্রাইভ করতে গিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ দেন আব্দুল্লাহ শফিক। পরের ওভারেই আরেক ওপেনার সাইম আইয়ুব ক্যাচ দেন উইকেটরক্ষকের হাতে। ওপেনিংয়ের দুজনই ফিরে যান রানের খাতা না খুলে। ৪ রানে ২ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে পাকিস্তান।
বাবর আজম থিতু হলেও বড় করতে পারেননি ইনিংস। কামিন্সের ইনসুইংয়ে পরাস্ত হওয়ার পর আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিলে বদলে যায় সিদ্ধান্ত। এরপর দারুণ ডেলিভারিতে সৌদ শাকিলকেও ফেরান কামিন্স। কামিন্সের জোড়া আঘাতে ৪৭ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান।
পঞ্চম উইকেটে ৪৯ রান যোগ করেন শান মাসুদ ও মোহাম্মদ রিজওয়ান। অধিনায়ক মাসুদ ৩৫ রান করে মিচেল মার্শের শিকার হন। প্রতিরোধ গড়ে তোলেন রিজওয়ান। অজি বোলারদের বিপরীতে পাল্টা আক্রমণ করেন তিনি। আগ্রাসী ব্যাটিং করে দলের রানের গতি সচল রাখেন এ ব্যাটার।
তাকে দারুণ সঙ্গ দেন আঘা সালমান। সালমানের ব্যাটেও ছিল বাউন্ডারির ফুলঝুরি। ১০২ বলে ৮৮ রান করে রিজওয়ান পুল করে ছক্কা হাঁকাতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন। তার ইনিংসে ছিল ১০ চার আর ২ ছক্কা। অপর প্রান্তে থাকা সালমান সাজিদকে সাথে নিয়ে ৩০ রান যোগ করেন। ৫৩ রান করে সালমান আউট হন স্টার্কের বলে।
১৫ রান করা সাজিদ হন কামিন্সের চতুর্থ শিকার। পরের ওভারে সালমানকে ফেরত পাঠান স্টার্ক। এরপর হাসান আলীকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন কামিন্স।
শেষ উইকেটে মীর হামজাকে সাথে নিয়ে লড়াই করেন আমের জামাল। সব প্রতিকূলতা সামলে এগিয়ে যান জামাল। ২৫০ রান করাই যেখানে ছিল কঠিন কাজ, সেখানে দলকে ৩০০ রানের চৌকাঠ পার করান তিনি। তার সাথে থাকা শেষ ব্যাটসম্যান হামজাও ক্রিজে পড়ে থাকেন মাটি আকড়ে। তাদের ৮৬ রানের জুটি ভাঙেন নাথান লায়ন। ৮২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আউট হন জামাল।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।