কামিন্স-স্টয়নিসকে ফিরিয়ে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল মার্শ

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-10-14T09:56:22+06:00
আপডেট হয়েছে - 2024-10-14T09:56:22+06:00
আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে অজিরা। দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স ও অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ছুটিতে থাকায় দলে নেই ট্রাভিস হেড ও মিচেল মার্শ। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
দলে ফিরেছেন কামিন্স-স্টয়নিস
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজ। এই সিরিজের হেড-মার্শরা পিতৃত্বকালীন ছুটিতে থাকায় সুযোগ পাচ্ছেন দুই তরুণ ক্রিকেটার। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ও ম্যাথু শর্টের জন্য সুযোগ পাচ্ছেন টপ অর্ডারে নিজেদের প্রমাণ করার। এর বাইরে এই সিরিজে খেলা হচ্ছে না অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। অস্ত্রোপচারের কারণে লম্বা সময় অজিদের হয়ে মাঠে নামা হবে না এই অলরাউন্ডারের। ফলে ভারত সিরিজ, চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হচ্ছে না এই তারকার।
স্কোয়াড নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, " চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই আমাদের শেষ ওয়ানডে সিরিজ, তাই স্কোয়াডে ভারসাম্য খুঁজে বের করার এটাই সুযোগ। এছাড়া গ্রীষ্মের টেস্টের জন্যও ব্যক্তিগত প্রস্তুতির ভালো সুযোগ এটা।"
যুক্তরাজ্য সফরের সাফল্য নিয়ে দারুণ খুশি বেইলি। তিনি বলেন, " যুক্তরাজ্যে ওয়ানডে দল দারুণ করেছে, বিশেষ করে চোট ও অসুস্থতার সমস্যা থাকার পরও। আমরা এই অর্জনকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছি।"
আগামী ৪ নভেম্বর মেলবোর্নে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৮ ও ১০ নভেম্বর, অ্যাডিলেড ও পার্থে।
অস্ট্রেলিয়ার ১৪ সদস্যের স্কোয়াড:
প্যাট৷ কামিন্স(অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, অ্যারন হার্ডি, জ্যাক-ফ্রেজার ম্যাকগার্ক, জশ ইংলিশ, জশ হ্যাজেলউড, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।